খাদ্য দফতরের SI নিয়োগেও ব্যাপক দুর্নীতি? বিরাট নির্দেশ দিল হাই কোর্ট, মাথায় বাজ পরীক্ষার্থীদের!

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এক ধাক্কায় বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ জনের চাকরি। সেই রায়ের রেশ কাটতে না কাটতেই এবার খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর নিয়োগ (Food SI) নিয়ে বড় নির্দেশ দিল আদালত। ফুড এসআই নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে যে মামলা হয়েছিল তার শুনানিতেই বড় রায় দিয়েছে হাই কোর্ট।

পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) তরফ থেকে ফুড এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ১৬ এবং ১৭ মার্চ উক্ত পদে নিয়োগের পরীক্ষা ছিল। তবে মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ দাবি করেন, ফুড এসআই নিয়োগের পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। নানান সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়ে। পরীক্ষায় কী প্রশ্ন এসেছে সেটা জেনেই পরীক্ষা দিতে এসেছিলেন বহু পরীক্ষার্থী।

প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে এরপর হাই কোর্টে মামলা করা হয়। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসে মামলাটির শুনানি ছিল। সেই মামলাতেই সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তদন্ত সম্পন্ন করে আগামী ২২ মে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ জেলে কেষ্ট! এদিকে ভোটের আগেই বীরভূমে যা ঘটালেন সংখ্যালঘুরা…বিরাট ধাক্কা শতাব্দীর!

সিআইডি তদন্তের পাশাপাশি খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশও দিয়েছে হাই কোর্ট। পাবলিক সার্ভিস কমিশন এই পদে আপাতত কোনও নিয়োগ করতে পারবে না। আদালত এরপর কী নির্দেশ দেয় আপাতত সেদিকেই তাকিয়ে অনেকে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২মে।

Calcutta High Court Justice Rajasekhar Mantha

জানা যাচ্ছে, আজ রাজ্যের এডিজি সিআইডিকে জাস্টিস মান্থা নির্দেশ দেন, ফুড এসআই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে রাজ্যের যত জায়গায় যত FIR হয়েছে, সেই সবগুলিকে একত্রে নিয়ে তদন্ত করতে হবে। এরপর আগামী ২২ মে তদন্ত শেষ করে হাই কোর্টে রিপোর্ট জমা দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর