বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরু থেকেই সোনার দাম যে হারে বেড়েছে তা অকল্পিনীয়। ডিসেম্বরে এসেও সোনার দামে স্বস্তি নেই। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা (Gold Price)। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের।
সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তবে আজ অবশ্য চিন্তা বাড়ার কারণ নেই, বরং কমল কিছুটা। আজ ১৭ ডিসেম্বর অবশ্য সোনার দাম কমেছে কিছুটা। কত করে হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? রুপোও কি স্বস্তি দিল?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
বুধে সোনার দামে মিলল সুখবর। সামান্য হলেও কমল দর। আজ ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬২০ টাকা। প্রতি গ্রামে ১৬০ টাকা দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৬২০০ টাকা। দাম কমেছে ১৬০০ টাকা। রাতারাতি অনেকটাই দাম কমল।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কিছুটা কমেছে। বুধবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩২৭৫ টাকা। দাম কমেছে ১৭০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩২৭৫০ টাকা। একদিনে দাম পড়েছে ১৭০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। শেষে এসেও একই ধারা। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।
হলুদ ধাতুর রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ২০২৬ সালে। এমনটাই অনুমান। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ নয়া উচ্চতায় পৌঁছবে সোনার দাম। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে তা ফেলে রাখা ঠিক হবে না।

আরও পড়ুন: ‘রায় বেরোলেই..’, DA মামলার রায়দান ডিসেম্বরেই? যা বললেন সরকারি কর্মীদের নেতা
রুপোর দাম
এদিন রুপোর দামও কিছুটা কমেছে। স্বস্তি মিলেছে রুপোলি ধাতুর দরে। বুধবার ১০০ গ্রাম রুপোর দাম হল ১৯৩২০ টাকা। দাম কমেছে ৫০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৯৩২০০ টাকা। একদিনে দাম ৫০০ টাকা কমেছে। যেভাবে রুপোর দাম বাড়ছে, খুব শীঘ্রই তা দু’লক্ষের গন্ডি পার করবে বলে ধারণা করা হচ্ছে।












