বাংলা হান্ট ডেস্ক: হাওড়ার ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ এই ডিভিশনে আগামী দশ দিনের জন্য হতে চলেছে পাওয়ার ব্লক। এর ফলে একাধিক ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার কারণবশত সমস্যার মুখোমুখি হতে হবে নিত্যযাত্রীদের। পূর্ব রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে (Indian Railway)।
যাত্রীদের ভোগান্তি! হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বাতিল লোকাল (Indian Railway)
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৫ ডিসেম্বর থেকে টানা দশ দিন ৪ ঘন্টা করে পাওয়ার ব্লক থাকবে ব্যান্ডেল ও কাটোয়া শাখায়। পাশাপাশি ১৬ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য পাওয়ার ব্লক থাকবে ৩ ঘন্টার জন্য। এই পাওয়ার ব্লক এর ফলে সমস্যার সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা। এছাড়া রেলের তরফ থেকে জানানো হয়েছে, ব্যান্ডেল কাটোয়া শাখার ধাত্রীগ্রাম অম্বিকা-কালনা স্টেশনের মাঝখানে রক্ষণাবেক্ষণের জন্যই এই পাওয়ারব্লক করা হবে (Indian Railway)।
যা দুপুর ১২:৪০ থেকে বিকেল ৪:৪০ মিনিট পর্যন্ত ব্লক করা হবে। এবার জেনে নি ন এই কয়দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে।
দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল-কাটোয়া লোকাল (৩৭৭৪৯)
দুপুর ১টা-র কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল (৩৭৭৪৮)
পাশাপাশি, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ৪৫-এ কাটোয়া থেকে ছাড়বে।
এছাড়াও, পয়েন্ট ও ক্রসিংয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ব্যাণ্ডেল-কাটোয়া শাখার কাটোয়া ও দাঁইহাট স্টেশন লিমিটের মধ্যে ডাউন লাইনে ৫ দিন ট্রাফিক ব্লক করা হবে। দিনের বেলায় এই ব্লক করা হবে।
১৬ ডিসেম্বর ভোর ৩টে ০৫ মিনিটের ব্যাণ্ডেল- কাটোয়া লোকাল
ভোর ৪টে ২২মিনিটের কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
মালদা টাউন এক্সপ্রেস ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ হবে
১৮ ডিসেম্বর দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল- কাটোয়া লোকাল
দুপুর ১টার কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
১৯ ডিসেম্বর দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল- কাটোয়া লোকাল
দুপুর ১টার কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
২০ ডিসেম্বর দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল- কাটোয়া লোকাল
দুপুর ১টার কাটোয়া-ব্যাণ্ডেল লোকাল
২০ ডিসেম্বর কাটোয়া-হাওড়া লোকাল
দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে (Indian Railway)।