এক পায়ে ভর করেই লড়াই, সৌমিক গোলদারের পাশে দাঁড়ানোর আবেদন তরুণজ্যোতির, সহায়তার হাত বাড়ালেন সুকান্ত মজুমদার

Published on:

Published on:

Sukanta Majumdar Extends Support for Soumik Golder Prosthesis Treatment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ব্রিগেডে গীতাপাঠের দিনের ঘটনার পর থেকে সৌমিক গোলদারকে ঘিরে আলোচনা থামেনি। একদিকে আইনি লড়াই, অন্যদিকে শারীরিক সমস্যায় ভোগা এই তরুণের চিকিৎসা, সব মিলিয়ে নতুন করে সামনে এল মানবিক সহায়তার প্রশ্ন। এবার সৌমিকের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করলেন তরুণজ্যোতি তিওয়ারি।

কী লিখেছেন তরুণজ্যোতি তিওয়ারি?

ফেসবুক পোস্টে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, “সৌমিক গোলদারের সঙ্গে নতুন করে পরিচয় করানোর কোনও দরকার নেই। সবাই ইতিমধ্যেই ওকে চেনেন। তিনি মনে করিয়ে দেন, সৌমিকের একটি পায়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে এবং Above Knee Prosthesis করানোর কথা ভাবা হয়েছে।”

তিনি পোস্টে আরও লেখেন, সৌমিককে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন অনেকেই বলেছিলেন চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তাঁরা খরচ বহন করবেন। তবে আইনি লড়াইয়ের জন্য সাধারণ মানুষের কোনও খরচ করতে হবে না, সেই দায়িত্ব তাঁরা নিজেরাই নেবেন বলেও পোস্টে স্পষ্ট করা হয়েছে।

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

তরুণজ্যোতি তিওয়ারির প্রশ্ন, ছেলেটার জন্য কি কিছু করা যায় না? এই জন্য তিনি ক্রাউড ফান্ডিংয়ের প্রস্তাব রাখেন। তরুণজ্যোতি জানান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ইতিমধ্যেই ১ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন। বাকি অর্থ সাধারণ মানুষের সহায়তায় সংগ্রহ করা যায় কি না, সে বিষয়েই মতামত চাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, খুব শিগগিরই সৌমিকের ব্যাঙ্ক ডিটেলস সকলের সঙ্গে শেয়ার করা হবে। পাশাপাশি চয়ন মুখোপাধ্যায়, শেখর দুবে, দীপ্তস্য, যশ ও সুমন্ত্রা মাইতির নাম উল্লেখ করে বিষয়টি সবার নজরে আনা হয়েছে।

Sukanta Majumdar Slams Mamata Banerjee Over CAA and SIR Conspiracy

আরও পড়ুনঃ অনিকেত মাহাতো মামলায় কড়া বার্তা! রাজ্যকে দু’সপ্তাহ সময় দিল হাই কোর্ট

উল্লেখ্য, গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। সৌমিক গোলদারের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবড়ডাঙায়। এই ঘটনার পর থেকেই সৌমিকের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়।