বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে না পড়তে গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা যায় বহু মানুষের। আর এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি বারংবার স্যালুনে যান। অথবা কারি কারি ক্যামিক্যাল প্রডাক্ট ব্যবহার করছে। কিন্তু তাতেও আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। আজকে প্রতিবেদনে রইল ঘরোয়া এমন কিছু টোটকা যার মাধ্যমে আপনি সহজেই শীতকালে ফাটা গোড়ালি সমস্যা থেকে মুক্তি পাবেন।
ঘরোয়া পদ্ধতিতে শীতেও পা নরম রাখার সহজ উপায় জানুন (Skin Care)
শীতকালে বাতাসের আদ্রতার পরিমাণ এতটাই কম থাকে যে, এর ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। শুধুমাত্র যে ত্বকের ওপর এর প্রভাব পড়ে তা নয়, প্রভাব পড়ে পায়ের চামড়াতেও। যার ফলে পায়ের চামড়া শুষ্ক হয়ে আদ্রতা হারিয়ে ফেলে। এর থেকেই পা ফাটা বা গোড়ালি ফাটার মতন সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নানান ধরনের কেমিকাল প্রোডাক্ট হয়তো ব্যবহার করছেন। তবে সেই সব ব্যবহার করেও আপনি আশানুরূপ ফল পান না। তাই এরকম সমস্যার সম্মুখীন আপনিও হয়ে থাকলে ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করে দেখতে পারেন (Skin Care)।

আরও পড়ুন: অফিসযাত্রীদের দুশ্চিন্তা! হাওড়া ডিভিশনে ১০ দিনের কাজে বাতিল বহু লোকাল, দেখুন তালিকা
১) নারকেল তেল: নারকেল তেল আপনার ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। এছাড়াও নারকেল তেল ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেলা ফিরিয়ে দিতে পারে। তাই শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখতে ব্যবহার করতে পারেন এটি।
২) পেট্রোলিয়াম জেলি: পেট্রোলিয়াম জেলি আমরা সকলেই কমবেশি ব্যবহার করি। তবে ত্বকের শুষ্কতা দূর করতে এই জেলির ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি এটি আপনার ত্বকের আদ্রতা যোগানো সাহায্যে আপনার ফাটা গোড়ালি ছাড়িয়ে তোলে। তাই শীতকালে এটি প্রতিদিন ব্যবহার করা উচিত।
৩) মধু: মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক। যা আপনার ফাটা গোড়ালি সারিয়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি এটি ত্বকের চামড়া ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও ন্যাশনাল লাইব্রেরী অফ মেডিসিনে প্রকাশিত একটি প্রবন্ধনেও এর কথা উল্লেখ করা রয়েছে। তাই আপনি যদি শীতকালে পা ফাটার মতন সমস্যার সম্মুখীন হন তাহলে মধু ব্যবহার করে দেখতে পারেন (Skin Care)।












