বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি আবহেই ফের বাংলায় চাকরি বাতিল। এবার ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাহাড়ে শিক্ষক দুর্নীতির (Recruitment scam case) অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলছিল হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলাতেই ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ।
এসএসসি আবহেই ৩১৩ চাকরি বাতিল হাইকোর্টের | Calcutta High Court
বুধবার বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন। জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে (GTA Recruitment scam case) অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা দীর্ঘদিন ধরে শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল।
এর আগে এই মামলাতেই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম সামনে এসেছিল।
মূলত বেআইনিভাবে নিয়োগের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তবে লাভের লাভ কিছু হয়নি। ডিভিশন বেঞ্চও বিচারপতি বসুর নির্দেশই বহাল রাখে।
এরপর সুপ্রিম কোর্টে যায় মামলা। তবে পুনরায় মামলা ফেরে সেই হাইকোর্টেই। এদিন সেই মামলাতে বিচারপতি বসুর প্রশ্ন, ‘রাজ্য কেন এদের ভার বহন করবে?এদের শিক্ষাগত যোগ্যতা কী?’
বিস্তারিত আসছে…












