বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে(Job Recruitment)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অপারেশন সার্ভিস এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টার পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য শূন্যপদ দুটি রয়েছে।
বিদ্যুৎ পর্ষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু (Job Recruitment)
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরাই অপারেশন সার্ভিস বিভাগের পদে আবেদন করতে পারবেন (Job Recruitment)।

আরও পড়ুন: শীতের ইঙ্গিত স্পষ্ট! কলকাতায় ফের পারদপতন, কুয়াশার সতর্কতায় জেলাজুড়ে; আবহাওয়ার খবর
এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্রে অন্তত ২০ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এর মধ্যে ন্যূনতম দু’বছর জেনারেল ম্যানেজার কিংবা স্টেশন ম্যানেজার হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। এছাড়াও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পদে আবেদনের সুযোগ পাবেন।
উল্লেখিত পদে এইচআর হিসেবে কোন ইঞ্জিনিয়ারিং সংস্থা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অন্তত কুড়ি বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীকে। পাশাপাশি নিযুক্তদের বয়স হতে হবে ৫২-৫৯ বছরের মধ্যে। এছাড়াও তাদের প্রতি মাসের বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে ১,৫৫,৫০০ টাকা – ২,১০,৮০০ টাকা।
এই চাকরির পরীক্ষাটি লিখিত পরীক্ষাও পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পাশাপাশি যারা আগ্রহী তাদেরকে অনলাইন ওয়েবসাইট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটের মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩০ ডিসেম্বর (Job Recruitment)।












