ভারতে বুলেট ট্রেনের চাকা গড়াতে আর কতদিন? রাখঢাক না করে জানিয়ে দিলেন রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই গোটা দেশজুড়ে দাপট চালাচ্ছে ভারতের প্রথম সেমি হাইস্পিড বন্দে ভারত (Vande Bharat)। তার মধ্যেই খবর, শীঘ্রই আসতে চলেছে ভারতের প্রথম হাইস্পিড বুলেট ট্রেন (Bullet Train)। প্রযুক্তিবিদরা বলছে, ভারতীয় রেলের পোস্টার বয় বন্দে ভারতকে অনায়াসেই টেক্কা দেবে বুলেট ট্রেন। তবে প্রশ্ন হল, ঠিক কবে লঞ্চ হবে এই ট্রেন? জবাব দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো (Ashwini Vaishno)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, দ্রুত গতিতে চলছে আহমেদাবাদ-মুম্বই রুটে বুলেট ট্রেনের কাজ। শীঘ্রই শেষ হবে এই রুটের কাজ। রেলমন্ত্রীর কথায়, আগামী ২০২৬ নাগাদ চালু হয়ে যাবে দেশের প্রথম বুলেট ট্রেন। আপাতত সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে ভারতীয় রেল। এই রুটের কাজকর্মের খতিয়ানও দিয়েছেন তিনি।

এইদিন প্রেস কনফারেন্সে অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, ‘২৯০ কিলোমিটারের বেশি কাজ হয়ে গিয়েছে। ৮ টা নদীর উপর ব্রিজ তৈরি হয়েছে। ১২ টি স্টেশনে কাজ হচ্ছে।’ এইদিন রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে, এদের সবচেয়ে বড় ২ ডিপোতে কাজ ইতিমধ্যেই চলছে। চেষ্টা করা হচ্ছে, আগামী ২ বছরের মধ্যেই যাতে কাজ শেষ হয়ে যায়।

আরও পড়ুন : ১-২ দিন নয়! মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন RBI-র ছুটির তালিকা

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৬ সাল থেকে শুরু হয়েছে বুলেট ট্রেনের কাজ। তারপর দীর্ঘ সময় ধরে চলছে বুলেট ট্রেনের কাজ। এটা থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই কাজটি ঠিক কতটা কঠিন। এইদিন রেলমন্ত্রী বলেন, ‘এর ডিজাইন খুব জটিল, করণ এর ভাইব্রেশন খুব জোরালো আর এর গতি একটি দিক।’ কীভাবে কম্পন নিয়ন্ত্রণে আনা যায় তা খেয়াল রাখতে হবে। একই সাথে গতি, ডায়ানামিক্স এই সবকিছুতেই খেয়াল রাখতে হয়‌।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর