RG Kar মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট! কারণ কি?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর মামলায় বড়সড় মোড়। মৃত তরুণী চিকিৎসকের নির্মম মৃত্যুর বিচার চেয়ে যে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) শুরু হয়েছিল, তার শুনানি এবার থেকে হবে কলকাতা হাইকোর্টে। আজ এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার থেকে আরজিকর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।

আরজিকর মামলা সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে গেল হাইকোর্টে

বিচারপতি এম এম সুন্দরেশ, বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আরজিকর মামলার সমস্ত নথি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টকে পাঠানোর নির্দেশ দিয়েছে। এছাড়াও নির্যাতিতার বাবা মাকে মামলার স্টেটাস রিপোর্টের এক কপি পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Supreme Court shifted rg kar case to Calcutta high Court

আরজিকর কাণ্ড নিয়ে উঠেছিল ঝড়: ২০২৪ সালের অগাস্ট মাসে আরজিকর কাণ্ড কলকাতা সহ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের মৃতদেহ। ওই ঘটনা ঝড় তুলে দিয়েছিল সমাজ এবং রাজনৈতিক জগতে। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পরদিনই কলকাতা পুলিশ সিভিক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে।

আরও পড়ুন : নতুন করে ভিসা নিষেধাজ্ঞা ট্রাম্পের, তালিকায় যুক্ত আরও ৭ দেশ, ১ জানুয়ারি থেকে কার্যকর ‘আমেরিকা ফার্স্ট’ নীতি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয়: শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। চলতি বছরের জানুয়ারি মাসে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাঁকে। যদিও সে সময়ই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার পরিবার। শিয়ালদহ আদালতে (Supreme Court) মামলার রায় ঘোষণার আগেই হাইকোর্টে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন : ফের ডিগবাজি! শীত নয়, দক্ষিণবঙ্গে শুরু হবে অন্য ‘খেলা’, জানাল আবহাওয়া দপ্তর

সেই সময় সুপ্রিম কোর্টে চলছিল মামলা। তার জেরে হাইকোর্টে শুনানি হয়। একই আবেদন পরে সুপ্রিম কোর্টেও করা হয়। কিন্তু একই বিষয় নিয়ে দুটি আদালতে শুনানি সম্ভব নয়, এই মত দিয়েই বিষয়টিকে হাইকোর্টে পাঠানোর আভাস দেয় সুপ্রিম কোর্ট।