বাংলাহান্ট ডেস্ক : চূড়ান্ত গরমে বন্ধ থাকছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। পার্পল লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না আগামী ২৪ ও ২৫শে এপ্রিল। মেট্রো সূত্রে খবর, ইলেকট্রনিক ইন্টারলকিং (ই আই) সিগন্যাল ব্যবস্থা থেকে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি ) সিস্টেম সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তনের কাজ হবে পার্পল লাইনে।
এই কাজের জন্য চলতি সপ্তাহের দুই দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে জোকা ও মাঝেরহাটের মধ্যে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিকভাবে আগামী ২৪ ও ২৫ শে এপ্রিল মেট্রো চালানো হবে না জোকা ও মাঝেরহাটের মধ্যে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘মেট্রো যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।’’
আরোও পড়ুন : আনলিমিটেড নেট, ১৮৪ টি দেশে ফোন কলসে্র সুবিধা! গ্রাহকদের জন্য সুখবর আনল Airtel
উল্লেখ্য, গত মার্চ মাসে মেট্রোর কাজের জন্য দুই দিন বন্ধ ছিল পরিষেবা। অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) থেকে কবি সুভাষ পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। চলতি মাসে ফের একবার অন্য একটি লাইনে কাজের জন্য বন্ধ থাকছে মেট্রো পরিষেবা।
বর্তমানে শহর থেকে শুরু করে শহরতলী মেট্রোর একাধিক লাইনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। তবে মূল লাইনের মত জোকা মাঝেরহাট রুটে যাত্রী চাপ এখনো তেমন ভাবে বাড়েনি। ফলে মনে করা হচ্ছে, যেহেতু ওই রুটে যাত্রী সংখ্যা কম তাই খুব বেশি সমস্যা হবে না ওই দুদিনে।