বাংলাহান্ট ডেস্ক : মহাকাশে দেখা মিলবে গোলাপী চাঁদের (Pink Moon)। আজ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ভারতবাসী। অন্যান্য দিনের থেকে আজ চাঁদকে (Moon) আরও বেশি উজ্জ্বল দেখাবে। মঙ্গলবার এবং বুধবার এই দুইদিন সন্ধ্যের আকাশে গোলাপী চাঁদ দেখা যাবে। কিন্তু এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে গেলে কোন সময় মহাকাশে নজর রাখতে হবে?
উজ্জল চাঁদকে কেন হঠাৎ “পিঙ্ক মুন” বলা হচ্ছে? সেটা জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা জানিয়েছে, আজ চাঁদের গোলাপী আভার পেছনে দায়ী চাঁদের নিজস্ব অবস্থান। এই সময় পৃথিবীর খুব কাছে অবস্থান করবে চাঁদ। সেই কারণে স্বাভাবিকের থেকে আজ চাঁদকে বেশ বড় দেখাবে এবং উজ্জ্বলতাও বেশি হবে।
আরোও পড়ুন : দুঃসংবাদ! কাল, পরশু চলবে না মেট্রো! মাথায় হাত এই রুটের যাত্রীদের
সোমবার থেকে বুধবার পর্যন্ত আকাশে এই গোলাপী চাঁদ প্রত্যক্ষ করা যাবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁদের বিশেষ অবস্থানের কারণেই তাকে আজ গোলাপী দেখাবে ৷ তবে সবথেকে বেশি উজ্জ্বল চাঁদ দেখা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যে ৭টা ৪৯ মিনিট নাগাদ সন্ধ্যার আকাশে গোলাপী চাঁদ প্রত্যক্ষ হবে।
আরোও পড়ুন : আনলিমিটেড নেট, ১৮৪ টি দেশে ফোন কলসে্র সুবিধা! গ্রাহকদের জন্য সুখবর আনল Airtel
আগামীকাল অর্থাৎ বুধবার ভারতীয় সময় অনুসারে সকাল ৫টা ১৯ মিনিট পর্যন্ত এমন মহাজাগতিক দৃশ্য স্থায়ী হবে। এই সময় বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে। কিন্তু তাকে “গোলাপী চাঁদ” কেন বলা হবে? জানেন কি, চাঁদের রং দেখে কিন্তু “পিঙ্ক মুন” নামকরণ করা হয়নি।
পূর্ব-উত্তর আমেরিকার একটি বন্য ফুল মস পিঙ্ক। বসন্তকালের সূচনার ইঙ্গিতবাহী এই ফুলের রং হলো গোলাপী। তার সঙ্গেই সামঞ্জস্য রেখে এই সময়কার উজ্জ্বল চাঁদের নামকরণ করা হয়েছে “পিঙ্ক মুন”।পিঙ্ক মুনের সঙ্গে যোগ রয়েছে হনুমান জয়ন্তীর। পিঙ্ক মুনের দিনে এবার হনুমান জয়ন্তী পড়েছে।
এই পূর্ণিমাকে বক পোয়া বলে মানেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় এই চাঁদের তাৎপর্য দারুন। কথিত আছে, গৌতম বুদ্ধ শ্রীলঙ্কা সফর করার সময় যুদ্ধের পরিবর্তে বিরোধের নিষ্পত্তি করেছিলেন তিনি। গৌতম বুদ্ধের স্মরণে এই দিন উৎসর্গ করা হয়। এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদ হল পিঙ্ক মুন।