রেলের দুর্দান্ত সিদ্ধান্ত! দূরপাল্লার ট্রেনযাত্রায় রিজার্ভেশন চার্ট এবার আরও আগে

Published on:

Published on:

Indian Railways train charts for long-distance trains will no longer be published at the last minute
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেষ মুহূর্তে দুশ্চিন্তা কমাতে রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। এবার থেকে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট আগেই দেখা যাবে। রেল সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের অনিশ্চয়তা কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

রেলের সিদ্ধান্তে যাত্রীস্বস্তি বাড়বে, দূরপাল্লার ট্রেনের চার্ট প্রকাশ আর শেষ মুহূর্তে নয় (Indian Railways)

গণপরিবহনে অন্যতম মাধ্যম হল রেল। এই ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া খুব সহজেই হয়। তবে অনেক সময় তাড়াহুড়োর জন্য দু’দিন আগে টিকিট কাটলে ওয়েটিং লিস্টে নাম থাকে। এর ফলে চিন্তায় পড়েন সাধারণ মানুষ। কারণ অনেক সময় এমনও হয়েছে ওয়েটিং লিস্টের নাম না থাকায় সেই যাত্রা করতে পারেননি বহু মানুষজন। কারণ এতদিন ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হতো।

Indian Railways train charts for long-distance trains will no longer be published at the last minute

আরও পড়ুন: চাকরির বাজারে বড় খবর! কলকাতা মেট্রোতে শতাধিক শূন্যপদে নিয়োগ, কিভাবে করবেন আবেদন দেখুন

শেষ মুহূর্তে চাট বেরোনোর ফলে টিকিট কনফার্ম হয়েছে কিনা তা নিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে বহুন যাত্রীদের। এবার সেই সমস্যার কথা মাথায় রেখে চার্ট প্রকাশের সময় এগিয়ে নিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ করার আসল লক্ষ্য আসন যাত্রীদের মধ্যে থাকা অনিশ্চয়তা কমানো।

পাশাপাশি যাত্রীদের আরও সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে সাহায্য করা। ইতিমধ্যে রেল বোর্ডের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে রেলের প্রতিটি জোনকে। এই বিষয়ে রেলের এক আধিকারিক জানান, “যাত্রীদের স্বাচ্ছন্দ্য আমাদের মূল লক্ষ্য। তাই চার্ট আগে প্রকাশ হলে যাত্রীরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বুকিং ব্যবস্থা উন্নতির ফলে এই পরিবর্তন করা সম্ভব হচ্ছেন বলে তিনি জানান।”

যদিও রেল বোর্ডের তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা খুব তাড়াতাড়ি জারি হতে পারে। এখন দেখার এর ফলে কতটা স্বস্তি পান যাত্রীরা। পাশাপাশি কবে থেকে এই ব্যবস্থা পুরোপুরি ভাবে চালু হয় সেটিও এখন দেখার। তবে আগের থেকে ট্রেনের চার্ট দেখা যাবে এই ঘোষণাতে অধিকাংশ যাত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন (Indian Railways)।