বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়া বিভিন্ন প্রয়োজন মেটাতে বিভিন্ন ব্যাংক থেকে নানান ধরনের ঋন নিয়ে থাকেন মানুষ। কিন্তু ঋণ হল এমন একটি যা ব্যাংকগুলি ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য দিয়ে থাকেন। এবার আপনিও যদি আপনার ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য কোন ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ (Personal Loan) নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগে থেকে জেনে নিন কোন ব্যাংকের ব্যক্তিগত ঋণের সুদ কত রয়েছে।
সুদের হার নামতেই পার্সোনাল লোনে বদল, কোন ব্যাঙ্কে কত চার্জ? (Personal Loan)
সম্প্রতির রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিপোর্ট রেট কমিয়েছে। যার ফলে অনেক ব্যাংক তাদের ঋণের সুদের হার কমিয়েছে। পাশাপাশি রেপো রেট কমানোর পর কোন ব্যাংকগুলো তাদের গ্রাহকদের কত শতাংশ সুদের হারে ব্যক্তিগত ঋণ দিচ্ছে তা একবার দেখে নিন (Personal Loan)।

আরও পড়ুন: পুরীর মন্দিরের রহস্যময় দৃশ্য ঘিরে আতঙ্ক! নতুন বছরের মুখে কীসের অশনি সঙ্কেত? ভিডিও ভাইরাল
এসবিআই পার্সোলান হোম লোন: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক হল এসবিআই। এই ব্যাঙ্কের ব্যক্তিগত ঋণে সুদের প্রারম্ভিক হার ১০.০৫ শতাংশ।
এইচডিএফসি ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণ: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। এই ব্যাঙ্কের ব্যক্তিগত ঋণে সুদের হার বার্ষিক ১০.৯০ শতাংশ থেকে ২৪ শতাংশ।
বিওবি ব্যক্তিগত ঋণ: দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। ব্যাঙ্ক অফ বরোদা-য় ব্যক্তিগত ঋণে সুদের হার বার্ষিক ১০.১৫ শতাং।
আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যক্তিগত ঋণ: আইসিআইসিআই ব্যাঙ্ক দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক তার গ্রাহকদের ১০.৪৫ শতাংশ প্রারম্ভিক সুদের হারে ব্যক্তিগত ঋণ প্রদান করে (Personal Loan)।
(Disclaimer: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।)












