বাংলা হান্ট ডেস্ক: বছর শেষের দিকে পাশাপাশি দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ শুরু হয়ে গিয়েছে। অপরদিকে এই শীতকালে মানুষ ঘুরতে যাওয়ার নানান পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তার ওপর এবার শীতে উত্তরবঙ্গে প্রায়সই ঝকঝকে পরিষ্কার আকাশ থাকার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর আপনিও যদি এই কাঞ্চনজঙ্ঘা ও প্রাকৃতিক পরিবেশ উভয়কে একসঙ্গে উপভোগ করতে চান তাহলে পৌঁছে যেতে পারেন কালিম্পং (Kalimpong) এর একটি অফগ্রাম ভালুখোপ। এখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
এবারের শীতে কালিম্পং সংলগ্ন এই পাহাড়ি হটস্পটে ঘুুরে আসুন (Kalimpong)
আপনিও যদি শীতে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাহলে লোকজনের কোলাহল থেকে দূরে থাকতে হলে যেতে পারেন কালিম্পং (Kalimpong) এর স্বল্প পরিচিত অফবিট গ্ৰাম ভালুখোপ। এখানে গেলে পরে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি পাবেন কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর দেখা।

আরও পড়ুন: ঋণ নেওয়ার এটাই কি সেরা সময়? পার্সোনাল লোনে সুদ কমার পর ব্যাঙ্কভিত্তিক রেট জানুন
এখানে গেলে পরে আপনার সামনে দেখা যাবে ঢেউ খেলানো সবুজ পাহাড়। পাশাপাশি নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। উল্টো দিকেই রয়েছে মেল্লি। আর তার ওপরেই রয়েছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। কালিংপং থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই পড়ে এই অফবিট গ্রামটি। এখানে যদিও পর্যটকদের আনাগোনা খুবই কম। যার ফলে হাতে গোনা কয়েকটাই হোমস্টে রয়েছে।
এখানে আসলে পরে আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। তাছাড়া এখানে রাত কাটানোর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। কারণ এখানেই সব ভোরের আলোতে একদিকে যেমন দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। তেমনই উপভোগ করতে পারবেন কালিম্পং এর মায়াবী গভীর রাতকে। পাশাপাশি এখানে ঘুরতে আসলে আপনি ঘুরে দেখতে পারেন, দুরপিন মনাস্ট্রি, চিত্রে জলপ্রপাত, ডেলো পার্ক ইত্যাদি। এ ছাড়া ভালুখোপ থেকে অনায়াসে ঘুরে নিতে পারেন রামধুরা, দাঁড়াগাঁও, বিদ্যাং সিলেরি গাঁও ইত্যাদি জায়গা। এ ছাড়া মাত্র ১০ মিনিটের হাঁটা পথ কালিম্পং শহর।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভালুকের দূরত্ব ৭০ কিলোমিটার। তাই নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে এখানে চলে যান। যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা। তবে এখানে যাওয়ার জন্য কোন রিজার্ভ গাড়ি বুক করার দরকার নেই। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং শহরে শেয়ার গাড়িতে করে চলে যান। কালিম্পং সব থেকে ১০ মিনিটের হাতটা পথ ভালুখোপ। পাশাপাশি এখানে থাকার জন্য হোমস্টে রয়েছে। তবে পরিবারকে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে হোমস্টে বুক করে আসা ভালো (Kalimpong)।












