বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে বিধানসভা নির্বাচন। হাতে গোটা কয়েকদিন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়াবে রাজ্য সরকার? সেই সংক্রান্ত কোনও আপডেট না দিলেও বুধবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি মমতার | Lakshmir Bhandar
কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডার আমরাই প্রথম শুরু করেছি। আমরাই একমাত্র রাজ্য, যারা পেনশন দিচ্ছি।” সম্প্রতি মালদহের সভা থেকেও মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন।
সেই সময় মমতা জানিয়েছিলেন, “বাংলায় প্রায় ২ কোটি ২১ লক্ষ মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান।” হিসেব কষে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত এক এক জন মহিলারা ৬০ হাজার টাকা পেয়েছেন। তপশিলি উপজাতি মহিলারা বিগত পাঁচ বছরে মে মাস পর্যন্ত ৭০ হাজার টাকা করে পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে।
রাজনৈতিকমহলে মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির। যেই তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুনও হয় সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত।
আবার শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় ২.১ লক্ষ টাকার কম, তাঁদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও, এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় ‘তুরুপের তাস’ হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই।

আরও পড়ুন: শতদ্রু দত্ত মামলায় নতুন মোড়! আয়োজকের বিলাসবহুল বাড়িতে হানা দিল পুলিশ, কেন?
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।












