শনিবার কল্যাণী–লালগোলা রুটে বাড়তি ট্রেন দিচ্ছে রেল

Published on:

Published on:

Indian Railways are introducing extra trains on the Kalyani-Lalgola route on Saturday
Follow

বাংলা হান্ট ডেস্ক: শনিবার দিন তাহেরপুরে প্রধানমন্ত্রী সভা উপলক্ষে, পূর্ব রেলের শিয়ালদা বিভাগের যাত্রীদের ভিড় সামলানোর জন্য অতিরিক্ত ট্রেন বাড়ানো হচ্ছে। জানা যায় কল্যাণী লালগোলা বিভাগে যাত্রীদের ভিড়ের জন্য পূর্ব রেল শিয়ালদা বিভাগ এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে। মনে করা হচ্ছে, এই অতিরিক্ত ট্রেন চলাচলের ফলে এই ভিড় নিয়ন্ত্রনে রাখা সম্ভব হবে (Indian Railways)।

তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা , কল্যাণী–লালগোলা রুটে বাড়তি ট্রেন পরিষেবা (Indian Railways)

শনিবার নরেন্দ্র মোদীর সভা রয়েছে নদীয়ার তাহেরপুরে। যার ফলে যাত্রীদের ভিড় এড়ানোর জন্য অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করল পূর্ব রেল। এবার দেখে নিন শনিবার কল্যাণী-লালগোলা লাইনে ট্রেনের সময়সূচি (Indian Railways)।

Indian Railways are introducing extra trains on the Kalyani-Lalgola route on Saturday

আরও পড়ুন: শীতকাল মানেই পরোটার মরশুম, ফুলকপির পরোটা বানান বাড়িতেই, রইল রেসিপি

শনিবারের অতিরিক্ত ইএমইউ পরিষেবা:

*লালগোলা – রানাঘাট ইএমইউ স্পেশাল ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:৩০ মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছবে সকাল ০৯:২৫ মিনিটে।

*কল্যাণী – কৃষ্ণনগর ইএমইউ স্পেশাল ট্রেনটি কল্যাণী থেকে সকাল ০৭:৪০ মিনিট এবং ০৮:০৪ মিনিটে ছেড়ে সকাল ০৮:৩৬ মিনিট এবং ০৯:০০ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে।

*১৩১০৪ লালগোলা – শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস এবং ১৩১১৮ লালগোলা – কলকাতা ধান্য ধান্য এক্সপ্রেস ট্রেনটি বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।

*১৩১১৩ কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি কল্যাণী, চাকদহ, বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।

* ১৩১০৪ লালগোলা – শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস এবং ১৩১১৮ লালগোলা – কলকাতা ধান্য ধান্য এক্সপ্রেস ট্রেনটি বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।

* ১৩১১৩ কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি কল্যাণী, চাকদহ, বাদকুল্লা ও তাহেরপুর স্টেশনে থামবে।

* ৩১৭৭৬ কৃষ্ণপুর – কাসিমবাজার ইএমইউ লোকাল ট্রেনটির উৎস ও গন্তব্য পরিবর্তন করে সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে। ট্রেনটি লালগোলা থেকে সকাল ০৬:১২ মিনিটে ছেড়ে কালিনারায়ণপুর পৌঁছাবে সকাল ০৮:৫৫ মিনিটে।

এছাড়াও শনিবার দুপুর ১২:০০ থেকে সন্ধ্যে ৬:০০ পর্যন্ত রানাঘাট ও লালগোলার মধ্যে উভয় দিকে সমস্ত ইএমইউ ও মেমু ট্রেনগুলির প্রতিটি স্টেশনের দাঁড়াবে। যেহেতু শনিবার তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক কর্মীরা আসবেন। যার কারণবশত শনিবার শিয়ালদহ লালগোলা সেকশনে সকাল ও দুপুরের দিকে যাত্রী পরিষেবার চাপ বাড়বে। তাই এই অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।