বছর বছর বেড়েছে আয়ের পরিমাণ! কত টাকার মালিক অরূপ বিশ্বাস? জানলে চমকে যাবেন

Published on:

Published on:

Arup Biswas Assets, Income and Property Details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে পরিচিত মুখ অরূপ বিশ্বাস (Arup Biswas)। টলিগঞ্জে প্রায় দুই দশক ধরে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় বিতর্কে জড়ান অরূপ বিশ্বাস। তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চান তিনি। যদিও বর্তমানে তাঁর হাতেই রয়েছে রাজ্যের আবাসন ও বিদ্যুৎ দপ্তর। এই পরিস্থিতিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী অরূপ বিশ্বাসের আয় ও সম্পত্তির খুঁটিনাটি সামনে এসেছে।

২০০৬ থেকে টলিগঞ্জে একচ্ছত্র আধিপত্য অরূপ বিশ্বাসের (Arup Biswas)

রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগেই বিধায়ক হয়েছিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। ২০০৬ সাল থেকে টানা টলিগঞ্জ কেন্দ্রের বিধায়ক তিনি। দলের প্রথম সারির নেতৃত্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও সামলেছেন তিনি।

বছরে বছরে বেড়েছে আয়

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, অরূপ বিশ্বাসের (Arup Biswas) আয় বছরে বছরে বেড়েছে।

  • ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৭ লক্ষ ৭ হাজার ৯৬৪ টাকা
  • ২০১৬-১৭ সালে আয় কিছুটা কমে দাঁড়ায় ৫ লক্ষ ৯১ হাজার ৩৯০ টাকা
  • ২০১৭-১৮ সালে আয় বেড়ে হয় ১২ লক্ষ ৩১ হাজার ১৫৬ টাকা
  • ২০১৮-১৯ সালে আয় হয় ১২ লক্ষ ৯৭ হাজার ৫৬৪ টাকা
  • ২০১৯-২০ অর্থবর্ষে, অর্থাৎ ভোটের ঠিক আগের বছর, তাঁর আয় ছিল ১৪ লক্ষ ২১ হাজার ৭৮২ টাকা

ব্যাঙ্কে কত টাকা ছিল?

হলফনামা অনুযায়ী, জমা দেওয়ার সময় অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাতে নগদ ছিল ২৪ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কে তাঁর সঞ্চয়ের হিসেবও উল্লেখ রয়েছে।

  • অন্ধ্র ব্যাঙ্কে: ৫ লক্ষ ৫৯ হাজার ২৩ টাকা
  • ইউনিয়ন ব্যাঙ্কে: ২০ লক্ষ ৩ হাজার ৬৪১ টাকা
  • স্টেট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে: ১২ লক্ষ ২ হাজার ৬২২ টাকা
  • স্টেট ব্যাঙ্কের আর একটি অ্যাকাউন্টে: ২২ লক্ষ ৮৮ হাজার ৮৬১ টাকা
  • ইউনিয়ন ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে: ৫ লক্ষ টাকা

সব মিলিয়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬৫ লক্ষ ৫৪ হাজার ১৪৭ টাকা জমা ছিল অরূপ বিশ্বাসের (Arup Biswas)।

বিনিয়োগ ও বিমার হিসেব

হলফনামার তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাসের (Arup Biswas) নামে একাধিক LIC বিমা রয়েছে। বিমার অঙ্কগুলি যথাক্রমে—

  • ৫০ হাজার টাকা
  • ৭৫ হাজার টাকা
  • ৭৫ হাজার টাকা
  • ১০ লক্ষ টাকা
  • ৫ লক্ষ টাকা

সব মিলিয়ে বিমায় বিনিয়োগের অঙ্ক প্রায় ১৭ লক্ষ টাকা।

সোনা ও মোট সম্পত্তির মূল্য

২০২১ সালে অরূপ বিশ্বাসের কাছে থাকা সোনার মূল্য ছিল ৫ লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির মোট মূল্য দাঁড়ায় ৯৩ লক্ষ ৩৮ হাজার ৬১০ টাকা।

Arup Biswas Assets, Income and Property Details

আরও পড়ুনঃ ১৬০০ পদ বাতিলের যুক্তি কী? সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে চাকরিপ্রার্থীরা

গাড়ি নেই, জমিও নেই

হলফনামা অনুযায়ী, অরূপ বিশ্বাসের (Arup Biswas) নামে কোনও গাড়ি নেই। এছাড়াও তাঁর নামে নেই কোনও জমি বা কমার্শিয়াল বিল্ডিং। অরূপ বিশ্বাস শুধুমাত্র নিউ আলিপুরের একটি বাড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন।
দুর্গাপুর কলোনির বঙ্কিম মুখার্জি সরণীতে অবস্থিত ওই বাড়িটি। বাড়িটির আয়তন ১৫০০ স্কোয়ার ফুট। বাড়িটির কেনা হয়েছিল ১৯৯৭ সালে। বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা।