পারিবারিক বিপর্যয়! বিদেশফেরত শ্রীময়ী মেয়েকে ছেড়ে ছুটলেন আসানসোলে

Published on:

Published on:

Sreemoyee Chattoraj sudden trip to Asansol raises questions what happened in the family
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিদেশ সফর করে দেশে ফিরেছিলেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ (Sreemoyee Chattoraj)। পাশাপাশি নতুন কাজের প্রস্তুতি নাও শুরু করেছিলেন তিনি। তবে এই ব্যস্ততার মাঝে আচমকেই নেমে এল অভিনেত্রীর জীবনে দুঃসংবাদ। পরিবারের এক অতিপ্রিয় সদস্যকে হারিয়ে যথারীতি ভেঙে পড়েছেন তিনি। জানা যায় আচমকাই অভিনেত্রী তার দাদুকে হারিয়েছেন। আসানসোলে শ্রীময়ী চট্টরাজের মামাবাড়ি। সেখানেই থাকতেন তার মা এবং বাবা। তবে হঠাৎ দাদুর মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী।

সিঙ্গাপুর থেকে ফেরার পরই শ্রীময়ীর আচমকা আসানসোল যাত্রা, পরিবারে কী ঘটেছে? (Sreemoyee Chattoraj)

শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) দাদুর বয়স হয়েছিল ৯৬ বছর। তবে বয়সের ভার থাকলেও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। অভিনেত্রী জানান ঘটনার দিন সকাল বেলায় চা খেয়েছিলেন। পাশাপাশি পরিবারের সকলের সঙ্গে স্বাভাবিক কথা বলেছিলেন। শুধুমাত্র সামান্য অস্বস্তির কথা জানিয়েছিলেন। তবে পরিবারের লোকজন ভেবেছিলেন ঘরে গিয়ে বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায়।

Sreemoyee Chattoraj sudden trip to Asansol raises questions what happened in the family

আরও পড়ুন: রাতের খাবারে ভুলেও খাবেন না মাছ! কারণ জানলে দশ হাত দূরে থাকবেন আপনিও

দাদুর মৃত্যুর পর, শ্রীময়ীর একটাই আক্ষেপ রয়ে গিয়েছে মেয়ের সঙ্গে তার দাদুর দেখা করানো হল না। পরিকল্পনা করেছিল খুব শীঘ্রই মেয়েকে নিয়ে আসানসোলে যাবেন। তবে সব পরিকল্পনাই নষ্ট হয়ে গেল। পাশাপাশি অভিনেত্রী জানেন তিনি এখনো পর্যন্ত এই খবর বিশ্বাস করতে পারছেন না।

প্রসঙ্গত, সদ্য ধারাবাহিকের শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। তাই সময় পাচ্ছিলেন না মামা বাড়ি যাওয়ার। হাতে একটু সময় নিয়ে ছুটি পেলেই মেয়েকে নিয়ে মামাবাড়ি যেতেন। তবে সেই আশা আর পূরণ হলো না সেই নিয়েই আক্ষেপ করেন অভিনেত্রী।

এছাড়া মেয়েকে দেখতে না পেয়ে। শ্রীময়ীর দিদা  কলকাতায় এসেছিলেন। মেয়েকে দেখেছেন তিনি। তবে বারবার দাদুকে তার মেয়েকে দেখাতে না পারায় আক্ষেপ করছেন অভিনেত্রী (Sreemoyee Chattoraj)।