বাংলা হান্ট ডেস্কঃ চোখের পলকে ২০২৫ সাল শেষ হয়ে গেল। আর হাতে আর মাত্র কয়েকটাদিন। তারপরই শুরু নতুন বছর। আর নতুন বছর মানেই ফের ছুটি (Government Holiday)। জানুয়ারি মাসে রয়েছে একের পর এক ছুটি। প্রায় অর্ধেক মাসই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। কোন কোন দিন অফিস-কাছারি বন্ধ থাকবে? দেখে নিন।
জানুয়ারি মাসের ছুটির তালিকা এক নজরে | Government Holiday
জানুয়ারি মাসে সরকারি কর্মীদের জন্য বেশ অনেকগুলো ছুটি রয়েছে। বছরের প্রথমে এত গুলো ছুটি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। আগামী মাসে কবে কবে হলিডে? জানিয়ে রাখি নববর্ষ ১ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি থাকছে।
আবার ১০ জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি মিলবে। অর্থাৎ টানা তিন দিন ছুটি। আবার ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি মিলবে। ফলে মাঝে মঙ্গলবার কোনও ভাবে ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের একটানা ছুটি কাটাতে পারবেন অনায়াসে।
এরপর রয়েছে
নেতাজি জয়ন্তী: ২৩ জানুয়ারি, শুক্রবার
সরস্বতী পুজো: ২৩ জানুয়ারি, শুক্রবার
প্রজাতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি, সোমবার

আরও পড়ুন : শীত ভুলে যান! রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আগাম খবর
২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি থাকছে রাজ্যে। এরপর ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার পড়েছে। আর তারপরই ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি মিলবে। অর্থাৎ এক্ষেত্রেও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দুবার মিলিয়ে জানুয়ারিতে দু’দফায় মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এই তালিকা দেখেই খুশিতে ভাসছেন রাজ্যের সরকারি কর্মীরা।












