“বলির পাঁঠা করা হচ্ছে”, মেসি কাণ্ডে ‘শিল্পী মানুষ’ শুভশ্রীর পাশে দাঁড়ালেন রচনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ড নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। ফুটবলের রাজপুত্রকে চোখের সামনে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন অনেকে। কিন্তু প্রিয় ফুটবল তারকাকে এক ঝলকও দেখতে পাননি বহু মানুষ। এদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেসির সঙ্গে ছবি তোলায় পড়েছেন ট্রোলের মুখে। এবার টলিপাড়ায় শুভশ্রীর সতীর্থ তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) দাঁড়ালেন তাঁর পাশে।

মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রচনা (Rachana Banerjee)

মেসি কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শুভশ্রী। তারকা ফুটবলারের সঙ্গে ছবি তুলে কুৎসিত কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এমনকি তাঁর দুই সন্তানকেও টেনে আনা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে আগেই মুখ খুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এবার শুভশ্রীর পাশে দাঁড়ালেন রচনা।

Rachana Banerjee stood beside subhashree on messi incident

শুভশ্রীর পাশে রচনা: অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী রচনা (Rachana Banerjee)। তিনি বলেন, শুভশ্রী শিল্পী মানুষ। তাঁকে ডাকা হয়েছিল বলে গিয়েছে। নিজের থেকে তো লাফিয়ে লাফিয়ে চলে যায়নি। এই ঘটনায় শুভশ্রীকে অকারণে বলির পাঁঠা করা হচ্ছে। ও এখানে কী করবে বলুন? শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি গিয়েছেন।

আরও পড়ুন : পারিবারিক বিপর্যয়! বিদেশফেরত শ্রীময়ী মেয়েকে ছেড়ে ছুটলেন আসানসোলে

কী মন্তব্য করলেন রচনা: শুভশ্রী তো মেসির সঙ্গে ছবি তুলে এলেন, রচনারও কি এমনই ইচ্ছা ছিল? উত্তরে অভিনেত্রী বলেন, কাতার বিশ্বকাপের সময় মেসির খেলা তিনি দেখে এসেছেন। তাই তাঁর এমন কোনও ইচ্ছা ছিল না। কিন্তু যাঁরা মেসিকে স্বচক্ষে প্রথম ব্যক্তি দেখবেন বলে আশা করেছিলেন, তাঁদের সেই ইচ্ছা পূরণ হল না বলে তাঁর খারাপ লাগছে।

আরও পড়ুন : পোয়া বারো! জানুয়ারি মাসে সরকারি কর্মীদের এত্ত ছুটি, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ণ তালিকা

প্রসঙ্গত, মেসি কাণ্ডে ট্রোলড হওয়া নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী নিজেও। শুভশ্রী বলেন, আমন্ত্রণ পেয়েই মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সে কারণেই শনিবার সকালে হোটেলে পৌঁছে গিয়েছিলেন তিনি। মেসির সঙ্গে সেখানেই প্রথম দেখা হয় তাঁর এবং তখনই তোলেন ছবি। শুভশ্রী বলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখনই মেসির পিআর টিমের তরফে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।