হয়ে যান সতর্ক! ৩১ ডিসেম্বরের মধ্যেই সেরে রাখুন এই কাজগুলি, নাহলেই দিতে হবে জরিমানা

Published on:

Published on:

Get these tasks done before the December Deadline.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর। এমতাবস্থায়, ২০২৬ শুরুর আগেই শেরে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল কাজ। যেগুলির ডেডলাইন (December Deadline) আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই কাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে না করলে জরিমানা থেকে শুরু করে অতিরিক্ত সুদ এবং আরও একাধিক সমস্যার উদ্রেক ঘটতে পারে। তাই, আগেভাগে সেরে রাখা প্রয়োজন কাজগুলি। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

৩১ ডিসেম্বরের মধ্যে সেরে রাখুন এই কাজগুলি (December Deadline):

১. আধার এবং প্যান লিঙ্ক করা: আপনি যদি ১ অক্টোবর, ২০২৪ তারিখে বা তার আগে আপনার আধার কার্ড পেয়ে থাকেন এবং এখনও সেটি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই লিঙ্কিংটি করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এমনটা হলে আপনি ব্যাঙ্কিং থেকে শুরু করে, বিনিয়োগ এবং ট্যাক্স সম্পর্কিত কাজ ব্যাহত হতে পারে এবং এমনকি আপনার ITR ফাইল করতেও অসুবিধে হতে পারে।

Get these tasks done before the December Deadline.

প্যান এবং আধার লিঙ্ক করা খুবই সহজ: জানিয়ে রাখি যে, প্যান এবং আধার লিঙ্ক করতে, আপনি ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে পারেন এবং কয়েকটি সহজ ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং আপনার মোবাইল ফোনে প্রাপ্ত একটি OTP ব্যবহার করে লিঙ্কিং করা হয়। যদিও, কোনও পেনাল্টি লাগু হয় সেক্ষেত্রে অনলাইনে তা পরিশোধ করা যেতে পারে। এই প্রক্রিয়াটি SMS-এর মাধ্যমেও সম্পন্ন করা সম্ভব।

২. বিলেটেড ইনকাম ট্যাক্স দাখিল করা: আপনি যদি এখনও ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আপনার আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন, সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত তা করার শেষ সুযোগ রয়েছে। এই তারিখের পরে আপনি আপনার রিটার্ন দাখিল করলে আপনাকে লেট ফি দিতে হবে। যদি আপনার বার্ষিক আয় ৫ লক্ষের কম হয়, তাহলে ফি হবে ১,০০০ টাকা। আর যদি আপনার আয় ৫ লক্ষ বা তার বেশি হয়, তাহলে ফি হবে ৫,০০০ টাকা।

আরও পড়ুন: আদানি গ্রুপের মেগা প্ল্যান! এই সেক্টরে হবে ১ লক্ষ কোটির বিনিয়োগ, মিলল বড় আপডেট

সময়মতো আপনার ITR ফাইল না করার সম্ভাব্য পরিণতি: যদি আপনি ৩১ ডিসেম্বরের মধ্যে আপনার বিলেটেড রিটার্ন দাখিল না করেন, তাহলে এর সরাসরি প্রভাব আপনার ফাইন্যান্সিয়াল রেকর্ডের ওপর পড়বে। প্রথমত, যদি আপনার রিটার্নে কোনও রিফান্ড বকেয়া থাকে, তাহলে তা আটকে যেতে পারে অথবা একেবারেই নাও পেতে পারেন। এছাড়াও, আপনাকে ট্যাক্স অ্যাক্টের অধীনে জরিমানা এবং সুদও দিতে হতে পারে। যা ট্যাক্সের বোঝা আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: ‘কোচ নন, উনি টিম ম্যানেজার’, গম্ভীরের সমালোচনা করে বড় প্রতিক্রিয়া কপিল দেবের

ভবিষ্যতের প্ল্যানিংয়ের ওপরেও প্রভাব ফেলতে পারে: সময়মতো আপনার ITR দাখিল না করলে আপনার ট্যাক্স প্রোফাইল দুর্বল হয়ে পড়ে। এটি ভবিষ্যতে লোন নিতে গেলে অথবা, ক্রেডিট স্কোর এবং ভিসার আবেদনের ওপরেও প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, যাঁরা রিটার্ন দাখিল করেন না তাঁদের ওপর আয়কর বিভাগ কড়া নজর রাখে এবং নোটিশ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।