বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার টাটা গ্রুপের কোম্পানি টাটা এলক্সি লিমিটেডের শেয়ারের (Share Market) দাম ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে BSE-তে ৫,৪৩০ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময়ে শেয়ারের দাম ৭.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৪১২.৩০ টাকায় দাঁড়িয়ে থাকে। জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের এই কোম্পানিটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সহ শেয়ার হোল্ডারদের দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে। গত ২৫ বছরে টাটা এলক্সির শেয়ারের দাম ১০,০০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছ। যদিও, গত ১ বছর ধরে কোম্পানির শেয়ারের দাম চাপের মধ্যে ছিল। এদিকে, টাটা এলক্সি তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ারও উপহার দিয়েছে।
টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে (Share Market) রকেটের গতি:
টাটা এলক্সির শেয়ারের দাম ১০,০০০ শতাংশেরও বেশি বেড়েছে: টাটা গ্রুপের মাল্টিব্যাগার কোম্পানি টাটা এলক্সির শেয়ার গত ২৫ বছরে ১০,৪০০ শতাংশেরও বেশি বেড়েছে। ১৫ ডিসেম্বর, ২০০০ তারিখে টাটা এলক্সির শেয়ারের দাম ছিল ৫১.৫০। টাকা। এদিকে, ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে BSE-তে কোম্পানির শেয়ারের দাম ৫,৪৩০ টাকায় পৌঁছেছিল।

গত ১৫ বছরে টাটা এলক্সির শেয়ারের দাম ৪,০২৫ শতাংশের বেশি বেড়েছে। এছাড়াও, গত ৫ বছরে, টাটা এলক্সির শেয়ারের দাম ২৩৫ শতাংশের বেশি বেড়েছে। জানিয়ে রাখি যে, টাটা এলক্সির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৭৩২২.৮৫ টাকা। অপরদিকে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ৪৬০১.০৫ টাকা।
আরও পড়ুন: ইউনূস ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে! সামনে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান
কোম্পানিটি ইতিমধ্যেই ১:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করেছে: উল্লেখ্য যে, টাটা গ্রুপের কোম্পানি টাটা এলক্সি তার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ারও উপহার দিয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে, টাটা এলক্সি তার বিনিয়োগকারীদের ১:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ৩১ ডিসেম্বরের মধ্যেই সেরে রাখুন এই কাজগুলি, নাহলেই দিতে হবে জরিমানা
এর অর্থ হল কোম্পানিটি প্রতিটি শেয়ারের জন্য একটি বিনামূল্যে শেয়ার বিতরণ করেছে। এদিকে, ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রেও কোম্পানিটির একটি দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে। ২০২০ সাল থেকে, টাটা এলক্সি তার শেয়ার হোল্ডারদের প্রতি শেয়ারে ৩১২ টাকার বেশি ডিভিডেন্ড বিতরণ করেছে। জানিয়ে রাখি যে, টাটা এলক্সির মার্কেট ক্যাপ শুক্রবার ৩৩,৮০০ কোটি টাকা অতিক্রম করেছে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












