RCB-RR-এর পর এবার বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে শাহরুখের KKR, নিলামের পরেই মিলল বড় খবর

Published on:

Published on:

Some stakes in Kolkata Knight Riders are up for sale.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর আগে নিলামের পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে, সেই নিলামের রেশ কাটতে না কাটতেই এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন ক্রিকেট অনুরাগীরা। মূলত, IPL-এ ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সম্পর্কে একটি বড় দাবি সামনে এসেছে। একটি রিপোর্টে জানা গেছে যে, কলকাতা নাইট রাইডার্সের একটি অংশ বিক্রি করার প্রস্তুতি চলছে। অর্থাৎ, IPL-এর নতুন মরশুম শুরুর আগে KKR তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিবেচিত হচ্ছে যেটি বিক্রির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রথমে বর্তমান IPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রির খবর সামনে আসে। তারপর, লিগের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসও এই তালিকায় যুক্ত হয়।

KKR (Kolkata Knight Riders)-এর প্রসঙ্গে মিলল বড় আপডেট:

KKR-এ অংশীদারিত্ব কারা বিক্রি করবেন: মানিকন্ট্রোলের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে শাহরুখ খান এবং জুহি চাওলা-জয় মেহতার মালিকানাধীন KKR আগামী বছর (২০২৬) বিক্রির প্রক্রিয়া শুরু করতে পারে। তবে, রিপোর্টে বলা হয়েছে যে, RCB এবং রাজস্থানের তুলনায় কলকাতার খুব কম অংশই বিক্রি হবে। জানিয়ে রাখি যে, বেঙ্গালুরুর মালিক ডিয়েজিও কিছুদিন আগে নিশ্চিত করেছিল যে, তারা ২০২৬ সালের মার্চের আগে ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

Some stakes in Kolkata Knight Riders are up for sale.

এমতাবস্থায়, বেঙ্গালুরু এবং রাজস্থানের ক্ষেত্রে, ফ্র্যাঞ্চাইজির মালিকানা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। তবে, কলকাতার বিষয়টি আলাদা। রিপোর্টে বলা হয়েছে যে, বর্তমানে শুধুমাত্র মেহতা গ্রুপ তাদের ছোট অংশ বিক্রি করতে চায়। তবে এর ফলে ফ্র্যাঞ্চাইজির ওনারশিপ কন্ট্রোলের ওপর কোনও প্রভাব পড়বে না।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! মিলেছে দুর্দান্ত রিটার্ন, মালামাল বিনিয়োগকারীরা

শাহরুখ খান এবং জুহির ভাগ কত: ২০২৪ সালে তৃতীয়বারের মতো IPL চ্যাম্পিয়ন হওয়া KKR বলিউড সুপারস্টার শাহরুখ খান থেকে শুরু করে অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার মালিকানাধীন। এই ফ্র্যাঞ্চাইজিটি নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে পরিচালিত হয়। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ফ্র্যাঞ্চাইজিতে ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। অপরদিকে, জুহি চাওলা এবং জয় মেহতার মেহতা গ্রুপের ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন: ইউনূস ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে! সামনে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান

প্রথম মরশুম থেকেই IPL-এর অংশ: ২০০৮ সালে BCCI যে ৮ টি মূল ফ্র্যাঞ্চাইজি দিয়ে IPL শুরু করেছিল, কলকাতা নাইট রাইডার্স তার মধ্যে অন্যতম একটি ফ্র্যাঞ্চাইজি ছিল। শাহরুখ খান এবং মেহতা গ্রুপ ৭৫ মিলিয়ন ডলারে (তৎকালীন সময়ে প্রায় ২৯৮ কোটি টাকা) ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। সেই সময়, এটি লিগের ৮ টি দলের মধ্যে এটি সপ্তম সবচেয়ে ব্যয়বহুল দল ছিল। KKR ২০১২ সালে এটি তাদের প্রথম IPL শিরোপা জিতেছিল। ২০১৪ সালে দলটি আবার চ্যাম্পিয়ন হয়। ২ বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা জিতেছে। ঠিক তারপর ১০ বছর পর, ২০২৪ সালে, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে KKR তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল।