পেশায় স্কুল শিক্ষিকা, হাতে BJP-র পতাকা নিয়ে স্বামীর জন্য রাতদিন ছুটছেন, চেনেন সুকান্ত পত্নীকে?

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালে রাজনীতির ময়দানে পদার্পণ। সেই বছরই লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় বিজেপি। বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar BJP)। এই সফরের শুরু থেকেই স্বামীর পাশে ছিলেন কোয়েল চৌধুরী মজুমদার। চব্বিশের লোকসভা ভোটেও (Lok Sabha Election 2024) এর অন্যথা হয়নি। এবার যেমন সুকান্তর হয়ে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে।

বিজেপিতে যোগদানের আগে দীর্ঘদিন আরএসএস করতে বিজেপির (BJP) বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumdar)। ২০১২ সালে যখন তাঁর বিয়ে হয়, তখনও পুরোদমে আরএসএস করতেন তিনি। বিজেপিতে যোগদান করেননি। ২০১৯ সালে যখন গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন, তখন তাঁর সেই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেন স্ত্রী কোয়েল।

সুকান্ত-পত্নী আদতে জলপাইগুড়ির বাসিন্দা। অঙ্ক নিয়ে এমএসসি পাশ, পেশায় স্কুল শিক্ষিকা তিনি। মজুমদার এবং চৌধুরী পরিবারের সম্মতিতে ২০১২ সালে চার হাত এক হয় সুকান্ত-কোয়েলের। এরপর থেকে সুখে সংসার করছেন দু’জনে। তাঁদের দুই মেয়েও রয়েছে।

আরও পড়ুনঃ ভোটের আগেই জয়! BJP প্রার্থী শান্তনু ঠাকুরকে নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের

২০১৯  লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত। দেখতে দেখতে কেটে গিয়েছে ৫ বছর। চব্বিশের লোকসভা ভোটে ফের ওই এক কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। স্বামীর পাশে দাঁড়াতে এবার কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন কোয়েল।

স্কুলে শিক্ষকতার পাশাপাশি সুকান্তর হয়ে চুটিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁর স্ত্রীকে। সব কাজ সামলে যেটুকু সময় পাচ্ছেন তাতেই বিজেপির পতাকা হাতে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ‘মিসেস মজুমদার’। সাংসদ হিসেবে স্বামী কী কী কাজ করেছেন, সাধারণ মানুষকে সেই বিষয়ে জানাচ্ছেন তিনি। বালুরঘাট লোকসভা কেন্দ্র নিবাসী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়াই কোয়েলের উদ্দেশ্য।

Sukanta Majumdar wife Koyel Chowdhury Majumdar

উনিশের ভোটে এই আসনে পদ্ম ফুটিয়েছিলেন সুকান্ত। চব্বিশেও কি এর পুনরাবৃত্তি করতে পারবেন? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী জুন মাস অবধি। তবে এবারও স্বামীর জয়ের বিষয়ে বেশ আশাবাদী সুকান্ত জায়া। বালুরঘাটের মানুষ শেষ অবধি কাকে নির্বাচন করেন সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর