বাদ পড়লেন শুভমান! T20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে বড় চমক, কারা পেলেন সুযোগ?

Published on:

Published on:

BCCI announces T20 World Cup India Squad.
Follow

বাংলা হান্ট ডেস্ক: T20 ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট T20 বিশ্বকাপ আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্পন্ন হতে চলেছে। এই টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায়, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই গ্লোবাল টুর্নামেন্টের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড (T20 World Cup India Squad) ঘোষণা করেছে। ২০২৬ সালের T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এদিকে, অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

T20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে (T20 World Cup India Squad) বড় চমক:

সবথেকে চমকপ্রদ বিষয় হল, ২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে শুভমান গিলকে অন্তর্ভুক্ত করা হয়নি। জিতেশ শর্মাও ১৫ সদস্যের দলে নেই। তবে, সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৫০০-এর বেশি রান করা ঈশান কিষাণকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংও।

মূলত, T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ৪ জন ব্যাটর, ২ জন উইকেটরক্ষক, ২ জন স্পিন অলরাউন্ডার, ২ জন ফাস্ট বোলিং অলরাউন্ডার, ২ জন স্পিনার এবং ৩ জন ফাস্ট বোলারকে নির্বাচন করেছে BCCI। ২০২৬ সালের T20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় সম্পন্ন হবে। সামগ্রিক বিষয় মাথায় রেখে BCCI ১৫ জন খেলোয়াড়কে নির্বাচন করেছে।

T20 বিশ্বকাপ ২০২৬-এ ভারতীয় স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক)
অভিষেক শর্মা
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
তিলক ভার্মা
হার্দিক পাণ্ডিয়া
শিবম দুবে
অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক)
জশপ্রীত বুমরাহ
রিঙ্কু সিং
হর্ষিত রানা
অর্শদীপ সিং
কুলদীপ যাদব
বরুণ চক্রবর্তী
ওয়াশিংটন সুন্দর
ঈশান কিষাণ (উইকেটরক্ষক)

আরও পড়ুন: RCB-RR-এর পর এবার বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে শাহরুখের KKR, নিলামের পরেই মিলল বড় খবর

অংশগ্রহণ করবে ২০ টি দল: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে। ২০ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যার মধ্যে ভারত গ্রুপ A-তে রয়েছে। এই গ্রুপে রয়েছে ভারতের সঙ্গে রয়েছে USA, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তান।

আরও পড়ুন: ইউনূস ক্ষমতায় আসার পর হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বাংলাদেশে! সামনে এল চাঞ্চল্যকর পরিসংখ্যান

২০২৬-এর T20 বিশ্বকাপে ভারতের লিগ পর্বের সময়সূচি:
৭ ফেব্রুয়ারি, ২০২৬ – USA-র বিরুদ্ধে ম্যাচ
১২ ফেব্রুয়ারি, ২০২৬ – নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ
১৫ ফেব্রুয়ারি, ২০২৬ – পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ – নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ