তাহেরপুরে মোদির সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪ বিজেপি সমর্থকের পরিবারের পাশে থাকার আশ্বাস দলের

Published on:

Published on:

4 BJP Supporters death by Train Accident in Taherpur
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়ার পথে একটি বড় দুর্ঘটনা ঘটে। মুর্শিদাবাদ থেকে আসা চারজন বিজেপি (BJP) সমর্থক ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।

কুয়াশার কারণে ট্রেনের গতি বোঝা যায়নি

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সভার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সমর্থকরা তাহেরপুরে পৌঁছান। মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে অন্তত ৪০ জন সেখানে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে কয়েকজন স্টেশন সংলগ্ন রেললাইনে প্রাতঃকৃত্য সারছিলেন। তবে কুয়াশার কারণে ট্রেনের গতি বোঝা যায়নি।

ঘটনাস্থলেই ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন গোপীনাথ দাস (৫২), মুক্তিপদ সূত্রধর (৫৬), রামপ্রসাদ ঘোষ (৫৫)। তিনজনই মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পাওয়ার পর রাজ্যের তৃণমূল নেতৃত্ব তৎপর হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে নির্দেশ যায়, মৃতদের পরিবারের সঙ্গে অবিলম্বে দেখা করতে হবে। দলনেতার নির্দেশে স্থানীয় তৃণমূল নেতারা বড়ঞার উদ্দেশে রওনা হন এবং নিহত চারজনের আত্মীয়দের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।

শোকাহত বিজেপি (BJP)

এই ঘটনায় শোকাহত বিজেপিও (BJP)। বঙ্গ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে এবং তাদের পাশে থাকবে।

4 BJP Supporters death by Train Accident in Taherpur

আরও পড়ুনঃ ‘অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলুন, একবার বিজেপিকে সুযোগ দিন’, ভার্চুয়াল বৈঠক থেকে বার্তা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় বড় সমস্যা তৈরি হয়। কলকাতা থেকে কপ্টারে রওনা দিলেও রাস্তা ভালোভাবে দেখা না যাওয়ায় নিরাপত্তার কারণে মাঝপথ থেকেই কপ্টার ফিরিয়ে আসে কলকাতায়। এরপর সড়কপথে যাওয়ার কথাও ভাবা হয়েছিল, কিন্তু নিরাপত্তার কারণেই সেই পরিকল্পনাও বাতিল করা হয়। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অডিও বার্তায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, কেন্দ্রের টাকা বা ইচ্ছার অভাব নেই, কিন্তু কাটমানি ও কমিশনের জন্য রাজ্যের উন্নয়ন থমকে যাচ্ছে (BJP)।