বাংলা হান্ট ডেস্কঃ ‘গোট ট্যুর’ শেষে দেশ ছেড়েছেন লিওনেল মেসি। কিন্তু কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। যুবভারতীর সেই বিশৃঙ্খলা কেন তৈরি হয়েছিল, তা নিয়ে এবার মুখ খুললেন শতদ্রু নিজেই।
তদন্তকারীদের জেরাতে অবশেষে মুখ খুললেন শতদ্রু (Satadru Dutta)
গত ১৩ ডিসেম্বর, শনিবার কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। জানা গিয়েছে, যুবভারতীর মেসি অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার কারণ জানতে তদন্তকারীরা টানা জেরা করেছেন শতদ্রুকে। সেই জেরাতেই একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি।
সূত্রের খবর, জেরার সময় শতদ্রু দত্ত (Satadru Dutta) তদন্তকারীদের জানিয়েছেন, পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করতেন না লিওনেল মেসি। বিদেশ থেকে আসা মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি আগেই জানানো হয়েছিল। এমনকি বারবার মাইকে ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি বলেও দাবি করেছেন তিনি। তদন্তকারীরা প্রশ্ন করেন এত বিপুল সংখ্যক মানুষ গ্রাউন্ডে ঢুকল কীভাবে? এই প্রসঙ্গে শতদ্রু (Satadru Dutta) জানান, প্রথমে মাত্র দেড়শো জনকে গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু পরে প্রভাবশালীদের চাপে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় তিনগুণ করতে হয়।
এখানেই শেষ নয়। জেরায় শতদ্রু (Satadru Dutta) আরও দাবি করেছেন, ভারত সফরের জন্য লিওনেল মেসিকে মোট ৮৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি কর বাবদ ভারত সরকারকে দেওয়া হয় ১১ কোটি টাকা। অর্থাৎ পুরো অনুষ্ঠান করতে মোট খরচ হয় প্রায় ১০০ কোটি টাকা। এর মধ্যে ৩০ শতাংশ টাকা আসে স্পনসরদের কাছ থেকে এবং আরও ৩০ শতাংশ আসে টিকিট বিক্রির মাধ্যমে।
উল্লেখ্য, ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত শনিবার কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। ঠাসা কর্মসূচি ছিল তাঁর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতীতে মেসিকে এক নজর দেখার জন্য ভিড় জমান দর্শকরা। দর্শকদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন ভিআইপিরা। সেই সংখ্যাটা কম করে ১০০ জনের বেশি। এই কারণেই গ্যালারিতে বসে থাকা সাধারণ দর্শকরা প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ ভুয়ো ভোটার বাংলার চেয়েও বেশি? এই রাজ্যের SIR খসড়া তালিকায় বাদ প্রায় ১ কোটি
এই ঘটনায় শতদ্রুর (Satadru Dutta) বিরুদ্ধে দু’টি মামলা রুজু করেছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো-সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি নাশকতামূলক কার্যকলাপ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে। শতদ্রুর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে।
এদিকে জেরায় শতদ্রুর মুখ খোলায় যুবভারতী কাণ্ডে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা তাঁর বক্তব্য খতিয়ে দেখছেন।












