গাড়িতে সাদা LED হেডলাইট আছে? হয়ে যান সাবধান! এবার দিতে হবে মোটা টাকার চালান

বাংলাহান্ট ডেস্ক : ইদানিংকালে অনেকেই চারচাকা গাড়ি কেনার পর নিজেদের পছন্দমতো সেই গাড়ির ফিচারস পরিবর্তন করছেন। তার মধ্যে অনেকেই রয়েছেন যারা গাড়ির হেডলাইটে সাদা এলইডি ব্যবহার করছেন। তবে সম্প্রতি গুজরাট (Gujrat) নিষিদ্ধ করেছে গাড়ির হেডলাইটে (Headlight) সাদা এলইডির (Light Emitting Diode) ব্যবহার।

অনেকেই রয়েছেন যানবাহন কেনার পর নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করে থাকেন গাড়িতে। গত কয়েক বছরে দেখা যাচ্ছে এলইডি হেডল্যাম্প ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। গাড়ি নির্মাতারা হলুদ হেডল্যাম্প দিয়ে থাকেন সাধারণত। তবে গাড়ি কেনার পর অনেকেই সাদা LED হেডলাইট বসাচ্ছেন।

আরোও পড়ুন : TRP চার্টে এ কী কান্ড! একসঙ্গে ফার্স্ট দুই ধারাবাহিক! জি বাংলার মেগা নিয়ে চাপে প্রযোজকরা

গুজরাট সরকারের পরিবহণ দফতর এই ধরনের গাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। জানানো হয়েছে যে সব গাড়ির মালিকরা সাদা এলইডি ব্যবহার করছেন তাদের জরিমানা করা হবে। আহমেদাবাদ RTO বেআইনিভাবে সাদা এলইডি হেডলাইট বসানো গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

আরোও পড়ুন : কীভাবে দালালরা কয়েক মিনিটের মধ্যেই দিয়ে দেয় কনফার্ম টিকিট? ফাঁস আসল রহস্য

সাদা LED হেডলাইটের উজ্জ্বলতা অনেক বেশি হয়। তাই অনেক সময় এই গাড়ির বিপরীত দিকে থাকা পথচারী ও গাড়ির চালকের দৃষ্টি ধাঁধিয়ে যায় জোরালো আলোতে। এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই এবার এই ধরনের গাড়ির বিরুদ্ধে সচেষ্ট হল আহমেদাবাদ আরটিও। এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে আহমেদাবাদ আরটিও-র অধীনে সমস্ত আরটিও-কে।

Lamborghini Revuelto 1701969828108 1713928509244 1

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্রমাগত দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাদা এলইডি হেডলাইটের কারণে। বহু গাড়িচালক অবৈধভাবে এই সাদা এলইডি হেডলাইট ব্যবহার করছেন। তাই এই ধরনের গাড়ির বিরুদ্ধে এবার সচেষ্ট ভাবে অভিযানে নামছে আহমেদাবাদ আরটিও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর