বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা থেকে স্টার জলসা, বিভিন্ন চ্যানেলে একটার পর একটা সিরিয়াল (Serial) যেমন শুরু হচ্ছে তেমনি অনেক ধারাবাহিক আবার বন্ধও হয়ে যাচ্ছে। জি বাংলায় অতি সম্প্রতি শেষ হয়েছে ‘জগদ্ধাত্রী’। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ অনেকেরই। এর মাঝেই জানা গেল, আরও এক ধারাবাহিক (Serial) পথচলা শেষ করেছে ইতিমধ্যেই।
জি বাংলায় আরেক ধারাবাহিক (Serial) শেষের মুখে
পরপর সিরিয়াল শেষ হওয়ায় স্লটও বদলাচ্ছে বিভিন্ন ধারাবাহিকের। জগদ্ধাত্রী শেষ হওয়ার পর জি বাংলায় শুরু হয়েছে দুটি সিরিয়াল। এবার শেষের মুখে জি বাংলা সোনারের অন্যতম ধারাবাহিক S.I.T বেঙ্গল। জানা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই নাকি আর পর্দায় দেখা যাবে না ধারাবাহিকটি।

সিরিয়াল বন্ধের খবরে শিলমোহর: সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বন্ধের খবর দিয়েছেন সিরিয়ালের (Serial) অন্যতম অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘S.I.T বেঙ্গল শেষ করলাম এখানেই’। ধারাবাহিক বন্ধের খবরে মন খারাপ অনেকেরই। অনেকে প্রশ্নও করেছেন, কেন এত তাড়াতাড়ি শেষ হল এই সিরিয়াল? জানা গিয়েছে, এই সিরিয়ালের প্রথম সিজন শেষ হচ্ছে। ১০০ পর্বের সিজনের ইতি এখানেই।
আরও পড়ুন : পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা পছন্দ করেননি মেসি, করেছেন অভিযোগ! বিষ্ফোরক স্বীকারোক্তি শতদ্রুর
কবে শেষ সম্প্রচার: তবে কি নতুন বছরে শুরু হবে নতুন সিজন? উত্তর মেলেনি এখনও। তবে জ্যামি জানান, আগামী ২ রা জানুয়ারি পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাঁদের। ভিন্ন স্বাদের সিরিয়ালটি (Serial) আচমকা শেষ হয়ে যাওয়ায় মন খারাপ দর্শকদের।
আরও পড়ুন : বাঙালি ঝোলে অরুচি? কর্ণাটকের স্টাইলে ঘিয়ে রোস্ট করুন মুরগির মাংস, জমে যাবে ডিনার
প্রসঙ্গত, সম্প্রতি জি বাংলায় বেশ কিছু অদলবদল এসেছে সিরিয়ালে। কয়েকটি ধারাবাহিক যেমন শেষ হয়েছে, তেমনই কিছু নতুন সিরিয়াল শুরুও হয়েছে। টিআরপি তালিকাতেও কে কাকে টেক্কা দেয় সেদিকে নজর থাকবে সকলের।












