বৈভবদের দিকে তাকিয়ে সবাই! রবিবার ফাইনালে ভারত-পাক মহারণ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

Published on:

Published on:

IND U19 vs PAK U19 final match update.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (IND U19 vs PAK U19)। মূলত, ২০২৫ সালে এসিসি মেন্স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে ভারতীয় দলের জয়ের ধারা অব্যাহত রয়েছে। আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতের তরুণ দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে কোনও ম্যাচ হারেনি।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক (IND U19 vs PAK U19):

ভারতের পারফরম্যান্স: টুর্নামেন্টে শুরুতেই ভারত সংযুক্ত আরব আমিরশাহীকে ২৩৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে। এরপর টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৯০ রানে পরাজিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া মালয়েশিয়াকে হারায় ৩১৫ রানে। এরপর, শুক্রবার সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত ম্যাচে ভারত এবার পাকিস্তানের মুখোমুখি হবে। বর্তমান প্রতিবেদনে ফাইনাল ম্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

IND U19 vs PAK U19 final match update.

ফাইনাল ম্যাচটি কখন-কোথায় সম্পন্ন হবে: ভারত অনূর্ধ্ব-১৯ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হবে আগামীকাল অর্থাৎ ২১ ডিসেম্বর, রবিবার। দুবাইয়ের ICC অ্যাকাডেমি গ্রাউন্ডে এই ম্যাচটি সম্পন্ন হবে। অনূর্ধ্ব-১৯এশিয়া কাপের ফাইনাল শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে। টস হবে সকাল ১০ টায়।

ফাইনাল খেলা কীভাবে দেখবেন: জানিয়ে রাখি যে, দর্শকরা Sony Sports Network-এ ভারত অনূর্ধ্ব-১৯ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন। এদিকে, আপনি Sony Liv অ্যাপেও ফাইনাল ম্যাচটি দেখা যাবে।

আরও পড়ুন: ১২,২০০ শতাংশের রিটার্ন! বিনিয়োগকারীরা হয়েছেন কোটিপতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আলী রাজা, মোমিন কামার, ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আবদুল সুবহান, আহমেদ হুসেন, আলী হাসান বালুচ, দানিয়াল আলী খান, হামজা জহুর, হুজাইফা আহসান, মোহাম্মদ হুজাইফা, মোহাম্মদ সায়াম, মোহাম্মদ শায়ান, নাকাব শফিক এবং সমীর মিনহাস।

আরও পড়ুন: বাদ পড়লেন শুভমান! T20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে বড় চমক, কারা পেলেন সুযোগ?

ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষাণ কুমার সিং, যুবরাজ গোহিল, উধব মোহন, নমন পুষ্পক এবং হরবংশ পাঙ্গালিয়া।