বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চালু হওয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া ব্লকের একাধিক দলের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এই পরিস্থিতিতে SIR-এর বিরোধিতা করা দলগুলিকে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অসমের গুয়াহাটি থেকে তিনি বলেন, “কিছু দেশদ্রোহী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
SIR বিরোধীদের সরাসরি ‘ভারত (India) বিরোধী’ বলে আক্রমণ প্রধানমন্ত্রীর:
প্রধানমন্ত্রী কার উদ্দেশে এই ‘দেশদ্রোহী’ শব্দটি ব্যবহার করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও মোদী তাঁর ভাষণে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম সরাসরি উল্লেখ করেননি। তবুও বিরোধীদের দাবি, এই মন্তব্যের নিশানায় SIR বিরোধী দলগুলিই রয়েছে। বিষয়টি নিয়ে সংসদের বাইরে ও ভিতরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন:জেলে থেকেও নেই রেহাই! ফের দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির
অনুপ্রবেশ ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও অসমকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই দুই রাজ্যে বিপুল সংখ্যক রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী বসবাস করছে এবং তাঁদের অনেকের ভোটার কার্ড ও আধার কার্ডও তৈরি হয়ে গিয়েছে। বিজেপির একাংশের দাবি, এই পরিস্থিতি রুখতেই ভোটার তালিকায় SIR চালু করা হয়েছে, যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এখনও পর্যন্ত এমন কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি যে এই প্রক্রিয়ায় বড় সংখ্যায় ভুয়ো ভোটার বাদ পড়েছে।
গুয়াহাটির সভা থেকে প্রধানমন্ত্রী সেই সুরেই দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া থেকে অনুপ্রবেশকারীদের দূরে রাখতে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে, তা বানচাল করতে একটি বিশেষ মহল সক্রিয় হয়ে উঠেছে। তাঁর বক্তব্য, “SIR প্রক্রিয়ার সমালোচনা করে কিছু দেশদ্রোহী অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে।” এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং বিরোধীরা একে বিভাজনের রাজনীতি বলে আক্রমণ করেছে।

আরও পড়ুন:ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ফের বৃদ্ধি! বাড়ল গোল্ড রিজার্ভও, সামনে এল পরিসংখ্যান
একই সঙ্গে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক সময় ঘুষ ও সুপারিশ ছাড়া চাকরি পাওয়া যেত না, কিন্তু এখন হাজার হাজার তরুণ-তরুণী নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছেন। ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন মোদী। তাঁর মতে, নতুন হাইওয়ে, বিমানবন্দর ও পরিকাঠামো উন্নয়নের কাজ দেখে মানুষ বুঝতে পারছেন যে দেশে ন্যায়বিচারের পথে অগ্রগতি হচ্ছে। এই সব মন্তব্যের মধ্য দিয়েই SIR ও অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠল।












