বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO এবার গগনযান মিশনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ড্রগ প্যারাসুটের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। গত ১৮ এবং ১৯ ডিসেম্বর চণ্ডীগড়ের TBRL ফেসিলিটিটে এই পরীক্ষাটি করা হয়েছিল। ওই প্যারাসুটগুলি গগনযান ক্রু মডিউলকে নিরাপদে অবতরণ করতে ব্যবহার করা হবে। উল্লেখ্য যে, গগনযানের ডিসিলারেশন সিস্টেমে মোট ১০ টি প্যারাসুট রয়েছে। যার মধ্যে ৪ টি ভিন্ন ধরণের রয়েছে।
ফের নজির গড়ল ISRO:
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং অভিনন্দন জানিয়েছেন: ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং তাঁর এক্স-হ্যান্ডেলে উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন, ‘এটা জেনে আনন্দিত হচ্ছি যে ভারত তার প্রথম মানব মহাকাশ অভিযান গগনযানের দিকে আরও এক ধাপ এগিয়েছে।’
Heartening to note that India has moved one more step closer to its first Human Space mission #Gaganyaan.
ISRO successfully completed the Drogue Parachute Deployment Qualification Tests for the Gaganyaan Crew Module at the RTRS facility of TBRL, Chandigarh, during 18–19 December… pic.twitter.com/ci47TQDaoA
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) December 20, 2025
জানিয়ে রাখি যে, গত ১৮-১৯ ডিসেম্বর ২০২৫-এ চণ্ডীগড়ে TBRL-এর RTRS ফেসিলিটিতে গগনযান ক্রু মডিউলের জন্য ড্রগ প্যারাসুট ডিপ্লয়মেন্ট যোগ্যতা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ISRO।
আরও পড়ুন: আরও শক্তিশালী হবে দেশের ডিফেন্স সেক্টর! অত্যাধুনিক ৮৫০ টি ড্রোন কিনতে প্রস্তুত ভারতীয় সেনা
এই পরীক্ষাগুলি উড়ানের বিভিন্ন পরিস্থিতিতে ড্রগ প্যারাসুটের কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে। যা ভারতের মানব মহাকাশ অভিযানের জন্য প্যারাসুট সিস্টেমকে যোগ্যতা অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত করছে।
আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ফের বৃদ্ধি! বাড়ল গোল্ড রিজার্ভও, সামনে এল পরিসংখ্যান
কোন প্রক্রিয়ায় সফল হল পরীক্ষা: মহাকাশ সংস্থা ISRO ব্যাখ্যা করেছে যে কোনও মহাকাশযানের নিরাপদ অবতরণের জন্য একটি নির্দিষ্ট বহু-পদক্ষেপ প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই প্রক্রিয়াটি ২ টি অ্যাপেক্স কভার সেপারেশন প্যারাসুট পৃথকীকরণের মাধ্যমে শুরু হয়। ২ টি ড্রগ প্যারাসুট তারপর ক্রু মডিউলটিকে স্থিতিশীল করে এবং তার গতি কমিয়ে দেয়। অবশেষে, ৩ টি পাইলট প্যারাসুটের সাহায্যে ৩ টি প্রধান প্যারাসুট খুলে যায়। যেগুলি ক্রু মডিউলকে নিরাপদে অবতরণে সহায়তা করে।












