৩ ডিগ্রি নামবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে পারাপতন নতুন সপ্তাহ থেকেই, আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস ছিল, তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে গতকাল থেকে ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। তবে তাপমাত্রা যে খুব একটা নেমেছে তা নয়। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝাই শীতকে বাধা দিচ্ছে। আর এই ঝঞ্ঝার প্রভাবেই পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আগামী চার-পাঁচদিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বড়দিনে ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের আশা নেই। তবে হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে তাপমাত্রা ফের কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু’ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ বড়দিনেও হাড় হিম করা শীত না থাকলেও ভালোই ঠান্ডা অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

এদিকে কলকাতায় শীতের আমেজ খানিকটা বাড়লেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। সকাল থেকেই হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়তে পরিষ্কার হয়ে যাবে আকাশ। দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আপাতত কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে কিছু কিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সর্বত্র হালকা কুয়াশা থাকবে সকালের দিকে।

south bengal weather(158)

আরও পড়ুন: T20 বিশ্বকাপের স্কোয়াড থেকে কেন বাদ পড়লেন গিল? কারণ জানালেন চিফ সিলেক্টর অজিত আগরকার

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আগামী দু’দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই উত্তরবঙ্গে। শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে। উত্তরের পার্বত্য এলাকা থেকে সমতল সব জায়গাতেই কাবু করছে শীত। আপাতত সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া