রিঙ্কুর জেদের কাছে পরাজিত বিরাট! কোহলির কাছ থেকে ব্যাট নিয়েই ছাড়লেন KKR তারকা, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli) হলেন একজন অন্যতম শ্রেষ্ঠ উজ্জ্বল তারকা। যিনি মাঠে নামলেই তৈরি হয় রেকর্ডের পাহাড়। শুধু তাই নয়, তিনি তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও বিভিন্ন মন ছুঁয়ে যাওয়া ঘটনার জন্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। মূলত, এই অভিজ্ঞ খেলোয়াড়কে প্রায়শই তাঁর জুনিয়রদের সাথে খুনসুটি করতে দেখা যায়। এমনকি, বিরাট তাঁদের বিভিন্নভাবে সাহায্যও করেন।

কয়েকদিন আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে, KKR-এর তারকা খেলোয়াড় রিঙ্কু সিংকে বিরাটের কাছ থেকে পাওয়া ভেঙে যাওয়া ব্যাটের পরিবর্তে নতুন ব্যাট চাইতে দেখা গিয়েছিল। এদিকে তুমুল পরিমাণে ভাইরাল হওয়া ওই ভিডিও প্রত্যক্ষ করে নেটিজেনরাও চাইছিলেন যে, বিরাট যেন রিঙ্কুকে আরেকটি ব্যাট দেন। এবার তাঁদের সেই ইচ্ছেই পূরণ হয়েছে।

আরও পড়ুন: সস্তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারতীয় পাসপোর্ট, সবথেকে দামি কে? নাম জানলে হয়ে যাবেন “থ”

রিঙ্কু ব্যাট ভেঙে দিয়েছিলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, KKR এবং RCB-র মধ্যে চলা ম্যাচের আগে, রিঙ্কু সিং বিরাট কোহলির কাছে পৌঁছেছিলেন। সেখানে বিরাটের কাছ থেকে ব্যাট চাইতে দেখা যায় তাঁকে। রিঙ্কু বিরাটকে বলেছিলেন যে, তিনি আগে যে ব্যাটটি দিয়েছিলেন তা ভেঙে গেছে। যেখানে বিষয়টির পরিপ্রেক্ষিতে হালকা খুনসুটি করতে দেখা যায় কোহলিকেও।

আরও পড়ুন: “শরীফ, ভারতের সাথে বন্ধুত্ব করুন”, গর্জে উঠলেন পাকিস্তানের শিল্পপতি, মহাবিপদে জিন্নাহর দেশের

এমনকি, ওই ভিডিওটিতে এটাও দেখা যায় যে, রিঙ্কু রীতিমত প্রতিজ্ঞা করছেন যে তিনি আর কখনও বিরাটের ব্যাট ভাঙবেন না। এরপরই KKR এবং RCB ম্যাচের পর রিঙ্কু সিংয়ের হাতে ব্যাট তুলে দেন বিরাট। এমতাবস্থায়, ফের একটি নতুন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। যেখানে, রিঙ্কুকে বিরাটের ব্যাট হাতে দেখা গিয়েছে। পাশাপাশি রিঙ্কু জানিয়েছেন, সেটি বিরাট কোহলির ব্যাট। যা তিনি উপহার হিসেবে পেয়েছেন।

https://twitter.com/KKRiders/status/1783486183680741490?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1783486183680741490%7Ctwgr%5E70a66af0c1fb04ff0b0f4018bd0046219ae8b550%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tv9hindi.com%2Fsports%2Fcricket-news%2Fvirat-kohli-gifted-his-bat-to-rinku-singh-ipl-2024-kkr-rcb-2573352.html

বিরাটের ব্যাটের দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিরাট কোহলি MRF-এর ব্যাট নিয়ে খেলেন। তাঁর ব্যাটের দাম কয়েক লক্ষ টাকা। শুধু তাই নয়, বিরাটের ব্যাট তাঁর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হয়। উল্লেখ্য যে, বিরাট কোহলি বিনামূল্যে এই ব্যাট পান। শুধু তাই নয়, ব্যাটে MRF-এর স্টিকার লাগানোর জন্য কোটি কোটি টাকা পান তিনি। বিরাট কোহলি সেই ক্রিকেটার যিনি ব্যাটের স্টিকার থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন। MRF-এর সঙ্গে ১০০ কোটি টাকার চুক্তি হয়েছে বিরাট কোহলির। এমতাবস্থায়, প্রতি বছর MRF-এর ব্যাট নিয়ে খেলার জন্য তিনি পান ১২.৫ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর