এবার গাড়ি গণনা হতে চলেছে রাজ্যে! সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই শুরু সমীক্ষা

বাংলাহান্ট ডেস্ক : পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এবার করা হবে গাড়ি (Car) গণনা (Census)। রাজ্যে (West Bengal) গাড়ির সংখ্যা নির্দিষ্ট ভাবে জানতে লোকসভা নির্বাচনের পরেই এই কাজ শুরু হবে। প্রসঙ্গত, এই ধরনের গাড়ি গণনা রাজ্যে প্রথমবার হতে চলেছে। জানা গেছে, এই সমীক্ষার কাজে সম্মতি মিলেছে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।

তবে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন কেন হঠাৎ গাড়ি গণনা করতে হবে? পরিবহণ দপ্তর সূত্রে খবর, গাড়ির বকেয়া কর আদায়ের জন্য বছরের প্রথমে আরম্ভ করা হয় ‘ওয়েভার স্কিম’। পরিবহণ কর্তারা আশা করেছিলেন প্রায় ৫০০ কোটি টাকা আয় হবে এই স্কিমের মাধ্যমে। কিন্তু মাত্র ১৬৭ কোটি টাকা আদায় হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে।

আরোও পড়ুন : সন্তান কোলে বিয়ে করেছিলেন কোয়েল! চর্চায় রূপরেখা থাকলেও অরিজিতের প্রথম বউ আসলে কে ?

প্রত্যাশার থেকে এত কম পরিমাণ রাজস্ব আদায় কেন হল তা নিয়ে পরিবহণ দপ্তর ভাবনা-চিন্তা শুরু করে। পর্যালোচনা করে দেখা যায় যে সংখ্যক গাড়ি রাজ্যের কাছে উল্লেখিত আছে, তার থেকে রাস্তায় চলাচল করে অনেক কম সংখ্যক গাড়ি। জানা গেছে, তাই পরিবহণ দপ্তর গাড়ি গণনা করতে চলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই গাড়ি গণনার কাজের দায়িত্ব দেওয়া হবে একটি বেসরকারি সংস্থাকে।

Get huge discounts on cars in the state

বাছাই করার পর এই সংস্থার হাতে গণনার দায়িত্ব তুলে দেওয়া হবে। একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এই কাজের জন্য। পরিবহণ দপ্তরের এক কর্তা জানিয়েছেন,  “রাস্তায় গাড়ি চলাচল করছে না অথচ বাহন পোর্টালে সেই সব গাড়ির উল্লেখ রয়েছে। তাই রাস্তায় চলাচল করা যানবাহনের সংখ্যা জানা সরকারের পক্ষে জরুরি হয়ে পড়েছে। সেই কারণেই এই গাড়িগণনা হবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর