ভোটের আগেই জয়! ব্যারাকপুরে বিরাট কাণ্ড ঘটালেন অর্জুন সিং, মহা ফাঁপরে পার্থ ভৌমিক

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই জোর ধাক্কা তৃণমূলে (Trinamool Congress)। এবার বাংলার অন্যতম হাইভোল্টেজ লোকসভা (Lok Sabha Election) কেন্দ্র গুলির মধ্যে একটি হল ব্যারাকপুর। একদিকে তৃণমূলের হয়ে লড়বেন মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। অনদিকে বিজেপির টিকিটে লড়বেন ‘দলবদলু’ অর্জুন সিং (Arjun Singh)। দুই নেতার ‘ফাইট’ নিয়ে তুমুল চৰ্চা। তবে এরই মধ্যে কিছুটা বাড়তি বিড়ম্বনায় বঙ্গ শাসকদল।

লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, ভাটাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। আর গেরুয়া শিবিরে পা রেখেই বোমা ফাটালেন কাউন্সিলর। দল বদল করেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে ‘চোর, লম্পট’ বললেন কাউন্সিলর সত্যেন রায়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত থেকে গেরুয়া ঝান্ডা তুলে নেন সত্যেনবাবু। কাউন্সিলরের অভিযোগ, মঙ্গলবার তাকে ও তার ছেলে শানু রায়কে দলীয় কার্যালয়ে মারধর করা হয়। তৃণমূল কর্মী দেবরাজ ঘোষ ওরফে পিন্টু বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন সত্যেনবাবু।

আক্রান্ত কাউন্সিলরের আরও অভিযোগ, বুধবার তার অসুস্থ ভাইকেও মারধর করেছেন দেবরাজ ঘোষ পিন্টু। ছেলেকেও ফের হুমকি দিয়ে গিয়েছেন। এই ঘটনায় দল তার পাশে না থাকলেও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই অর্জুনকে সমর্থন জানাতে তৃণমূল ছাড়েন কাউন্সিলর সত্যেন রায়।

এদিন আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগদানের পর অর্জুন সিংকে পাশে নিয়ে সত্যেনবাবু বলেন, “জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছি। কিন্তু দলটা এখন নোংরা হয়ে গিয়েছে। এই পার্থ ভৌমিকের মতো নেতারা দলকে নোংরা করেছে। নিজের মতো চোর লম্পটদের নিয়ে দল চালাচ্ছেন পার্থ ভৌমিক। ”

arjun

আরও পড়ুন: SSC মামলায় সর্বস্ব হারিয়েছেন ২৬০০০! ৩০ তারিখ আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে? তোলপাড়

অর্জুন সিংকে তৃণমূলের টিকিট না দেওয়া নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিন কাউন্সিলর। এই নিয়ে তিনি বলেন, “ব্যারাকপুরে অর্জুন সিং একটা ফ্যাক্টর। সেখানে ব্রিগেডে অর্জুন সিংকে বসানোর পরেও তৃণমূল তাকে টিকিট না দিয়ে অন্যায় করেছে। নেতার এই অপমান মানতে পারিনি। তৃণমূল আমাকেও সম্মান দেয়নি। তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। চোরদের দলে আমি কিছুতেই থাকতে পারব না।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর