বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ হয়েছে সকলের। কিন্তু সেই ফোন সচল রাখার জন্য মধ্যবিত্তদের কাছে আসতে চলেছে এক বড় চ্যালেঞ্জ। কারণ নতুন বছর শুরুতেই পকেটের টান পড়তে পারে সাধারণ মানুষের। সূত্রের খবর, ২০২৬ সালের শুরুতেই ভারতের তিনটি বড় টেলিকম সংস্থার মোবাইল রিচার্জ এর দাম বাড়তে পারে (Mobile Recharge)।
কল-ডেটা চালাতে গুনতে হবে বেশি টাকা? ২০২৬-এর শুরুতেই রিচার্জের ধাক্কা (Mobile Recharge)
সূত্রের খবর, ২০২৬ পড়ার পরই টেলিকম অপারেটররা তাদের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম ১৬% থেকে ২০% পর্যন্ত বাড়াতে পারে। শুধু তাই নয়, অনেক সংস্থা ইতিমধ্যেই তাদের কমা অথবা সস্তার মোবাইল রিচার্জ (Mobile Recharge) প্ল্যান গুলো বন্ধ করে দিয়েছে। যার ফলে সাধারণ গ্রাহকদের কাছে আর অন্য কোন বিকল্পের পথ রইল না। পাশাপাশি পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের।

আরও পড়ুন: শীতের দিনে হালকা খাবার চাই? মাশরুমের সহজ রেসিপিতে মিলুক তৃপ্তি, জানুন প্রণালী
যেখানে বর্তমানে কোন আনলিমিটেড কলিং ও দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান এর দাম যদি হয় ৩০০ টাকা। সেটা ২০% বাড়লে একই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে ৩৬০ টাকা। অর্থাৎ প্রতিবার রিচার্জ এর ক্ষেত্রে অনেকটা টাকায় গুণতে হবে মধ্যবিত্তদের।
এছাড়াও মোবাইল রিচার্জ এর দাম বাড়ার ঘটনা কিন্তু এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার ট্যারিফ বাড়ানো হয়েছে। যেখানে ২০১৯ সালের দাম বেড়ে ১৫ থেকে ৫০ শতাংশ করা হয়েছিল। অপরদিকে ২০২১ সালে ২০ থেকে ২৫ শতাংশ দাম বৃদ্ধি পায়। অন্যদিকে ২০২৪ সালে ১০-২০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল মোবাইল রিচার্জ এর ক্ষেত্রে।
তবে ডিজিটাল ইন্ডিয়ার যুগে যেখানে ইন্টারনেট ছাড়া চলা এক মুহূর্ত অসম্ভব। সেখানে বারবার এই খরচ বাড়ানোর ফলে অসুবিধার মুখে পড়ছেন সাধারণ মানুষেরা। তার ওপর নতুন বছরে বাড়তি খরচের জন্য এখন থেকেই গ্রাহকদের প্রস্তুতি থাকতে হবে বলে মনে করা হচ্ছে (Mobile Recharge)।












