বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে নতুন বছর। আর নতুর বছরকে স্বাগত জানানোর পাশাপাশি এই শীতের মরশুমে ২-৩ দিনের জন্য ঘুরতে যাওয়ার উপযুক্ত জায়গা দিঘা (Digha)। তবে এই শীতের সময় ও বর্ষবরণের আবহে ভিড় উপচে উঠেছে দিঘায়। যার কারণবশত ইতিমধ্যে হোটেল গুলির প্রায় ৫০% বুকিং শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ভিড়ে নাভিশ্বাস সৈকত শহরে, দিঘায় আবাসন সংকটে চিন্তায় পর্যটকরা (Digha)
এমনকি ১ জানুয়ারির জন্য বহু মানুষ আগাম বুকিং করছে বলে জানা যায়। যদিও এ বিষয়ে দিঘার (Digha) হোটেল মালিকদের আসা ২৫ ডিসেম্বরের আগেই বাকি সমস্ত বুকিং শেষ হয়ে যাবে। এই বিষয়ে বহু হোটেলের ম্যানেজাররা বলছেন, গত বছর যে মাত্রা ভিড় হয়েছিল এবার সেই রেকর্ড ও ছাপিয়ে যেতে পারে।

আরও পড়ুন: ২০২৬-র শুরুতেই মোবাইল খরচে আগুন! বাড়ছে জিও-এয়ারটেল-ভি-র রিচার্জ প্ল্যান
যদিও কয়েক মাস আগেই মহাসমারোয়ের উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির। তখনো চোখে পড়ার মতন ভিড় দেখা গিয়েছিল সেখানে। এছাড়াও গত সাত মাসে প্রায় ৯০ লক্ষের বেশি ভক্তের সমাগম দেখা গিয়েছে দিঘায়। এমনটাই জানাচ্ছেন দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী।
এই বিষয়ে হোটেলে মালিকেরা বলছেন, যে পরিমাণে ভিড় হচ্ছে তাতে অগ্রিম বুকিং ছাড়া ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে ঘর পাওয়া মুশকিল। পাশাপাশি এই ভিড়ের ফলে মাথাচাড়া দিয়ে বাড়ছে কালো বাজারের আশঙ্কা।
এই কালোবাজারি রুখতে ইতিমধ্যে, জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুযোগ পেয়ে কোন জায়গায় যদি অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায় সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিঘা (Digha) শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র।












