বাংলাহান্ট ডেস্ক : লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলার জেরে কার্যত মুখ পুড়েছে বাংলার। এমনকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে মেসির মূর্তি নিয়ে হয়েছে সমালোচনা। এবার এ বিষয়ে মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। মেসির নাকি মূর্তিটি ভালো লেগেছিল, দাবি রাজ্যের মন্ত্রীর।
মেসির (Lionel Messi) মূর্তি নিয়ে সমালোচনার জবাব সুজিতের
কলকাতা সফরের প্রথম দিনে বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে মেসির হাত ধরে ডিজিটালি উন্মোচিত হয় তাঁরই মূর্তি। কানাঘুষো শোনা যায়, পাঁচতারা ওই হোটেলের দখল নাকি ছিল সুজিত বসুরই হাতে। মেসির কলকাতা সফরকে স্মরণীয় করে রাখতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে উন্মোচন করা হয় তাঁর মূর্তি। সেই মূর্তির গড়ন নিয়ে সমালোচনার জবাবে এবার মুখ খুললেন মন্ত্রী।

কী বললেন মন্ত্রী: মেসির (Lionel Messi) মূর্তির মুখের গড়ন নিয়ে নেটপাড়ায় বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। তবে এবার মন্ত্রী সুজিত বসু দাবি করলেন, মূর্তিটা নাকি মেসির ভালো লেগেছে। রবিবার তিনি বলেন, মেসি প্রশংসা করেছেন। মূর্তি নিয়ে কেউ প্রশ্ন করেনি। দু একজন নিন্দুক সবসময়ই প্রশ্ন করেন। কেউ মেসি নিজে ওটার প্রশংসা করে এক দুই নম্বরে ওই ছবিটা রেখেছেন।
আরও পড়ুন : নতুন বছরে কতটা বাড়বে DA? বকেয়ার কি হবে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
যুবভারতী কাণ্ড নিয়েও প্রশ্ন: উল্লেখ্য, ‘গোট ইন্ডিয়া ট্যুর’ এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেসি। ওই ভিডিওর শুরুতেই রয়েছে শ্রীভূমির ওই মূর্তির ছবি। মনে করা হচ্ছে, সুজিত বসু (Sujit Bose) সে কথাই বলতে চেয়েছেন। পরদিন যুবভারতীতে তাঁকে দেখা না গেলেও বিশৃঙ্খলার ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের দমকলমন্ত্রীকে। তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। সরকার একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। তার রিপোর্ট বেরোক। ভুল ঠিক সব রিপোর্ট বলবে বলে মন্তব্য করেন সুজিত বসু।
আরও পড়ুন : ‘নির্লজ্জ প্রশাসন’! জয়নগরে হিন্দু দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শুভেন্দু
তিনি আরও বলেন, বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, পরেও হবে। তৃণমূল সরকারের আমলে অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। মেসির সফরে যুবভারতীতে যে সমস্যা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী কমিটি গঠন করে দিয়েছেন। এ বিষয়ে এখন তিনি কিছু বলতে রাজি নন।












