মিলল রাষ্ট্রপতির অনুমোদন! মহাত্মার নামাঙ্কিত MGNREGA সরিয়ে আইনে পরিণত হল G RAM G বিল

Published on:

Published on:

G RAM G Bill becomes law by replacing MGNREGA.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রবিবার অর্থাৎ ২১ ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিলকে ২০২৫ (VB G RAM G) মঞ্জুর করেছেন। এদিকে, রাষ্ট্রপতির মঞ্জুরির সঙ্গে সঙ্গেই বিলটি (G RAM G Bill) আইনে পরিণত হয়েছে। এই বিলটি পূর্বে সংসদের উভয় কক্ষেই পাস হয়েছিল। নতুন আইনে এখন গ্রামীণ পরিবারগুলিকে প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের বৈধ মজুরি কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। যা পূর্বে ১০০ দিনের ছিল।

MGNREGA সরিয়ে আইনে পরিণত হল G RAM G বিল (G RAM G Bill):

সরকার আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই বিলটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাবিত এই আইনটি ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) প্রতিস্থাপন করবে। এই বিলের অধীনে, কর্মসংস্থানের বিধিবদ্ধ গ্যারান্টি এখন ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন করা হয়েছে।

G RAM G Bill becomes law by replacing MGNREGA.

এই বিলটি MGNREGA-র জায়গা নেবে: কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মতে, এই বিলটি MNREGA-র জায়গা নেবে এবং এটি বিকশিত ভারত ২০৪৭-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। সরকার গ্রামীণ এলাকায় আয়ের নিরাপত্তা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক ও সুষম বৃদ্ধির জন্য টেকসই ও উৎপাদনশীল সম্পদ তৈরির লক্ষ্যে কাজ করছে।

১২৫ দিনের কর্মসংস্থান: এই আইনের বিধান অনুসারে, ইচ্ছুক গ্রামীণ পরিবারগুলিকে ন্যূনতম ১২৫ দিনের কর্মসংস্থান প্রদান করা সরকারের আইনগত দায়িত্ব। এছাড়াও, মজুরি সাপ্তাহিকভাবে অথবা সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে প্রদান করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান না করা হলে বিলম্বের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রয়েছে।

আরও পড়ুন: KKR-কে ফাঁদে ফেলে ফাঁসিয়েছে CSK! কীভাবে? ব্যাখ্যা করলেন রবিচন্দ্রন অশ্বিন

বিরোধীদের বিক্ষোভ: জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার বিরোধীদের বিক্ষোভের মধ্যেই সংসদে G RAM G বিল পাস হয়। গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান যে, কংগ্রেস মহাত্মা গান্ধীর আদর্শকে হত্যা করেছে। যেখানে মোদী সরকার তাঁকে বাঁচিয়ে রেখেছে। মন্ত্রী স্পষ্টভাবে বিরোধীদের MGNREGA প্রকল্পের পরিবর্তে একটি নতুন বিল আনার এবং তা থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: T20 বিশ্বকাপের স্কোয়াড থেকে কেন বাদ পড়লেন গিল? কারণ জানালেন চিফ সিলেক্টর অজিত আগরকার

‘বিকশিত ভারত ২০৪৭’-দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত: উল্লেখ্য যে, G RAM G আইনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’ দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যার লক্ষ্য গ্রামীণ এলাকায় কর্মসংস্থান থেকে শুরু করে, জীবিকা এবং কৃষি উৎপাদনশীলতা জোরদার করা। বিলটি গ্রামীণ পরিবারের জন্য বার্ষিক কর্মসংস্থানের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করে। এছাড়াও, স্থানীয় পরিকল্পনা, শ্রমিক সুরক্ষা এবং প্রকল্পগুলির সংযুক্তিকরণের ওপরেও জোর দেয়। এই আইনের লক্ষ্য হল গ্রামীণ আয় নিরাপত্তা জোরদার করা, ফ্রন্টলাইন প্রকল্পগুলির সংযুক্তিকরণ এবং কৃষি-কর্মসংস্থান ভারসাম্য বজায় রাখা। সরকার জানিয়েছে যে, আইনটি গ্রামীণ এলাকায় মজুরি কর্মসংস্থানের সুযোগকে উৎসাহিত করবে। একইসঙ্গে পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় সম্পদের আরও ভালো ব্যবহারের ওপরেও জোর দেবে।