আদানি-টাটা নয়! এই শেয়ারের জন্য বিপুল টাকা ঢালছে বিদেশি বিনিয়োগকারীরা, জানলে অবাক হবেন

Published on:

Published on:

Foreign investors have invested heavily in this stock in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে (Share Market) এনার্জি সেক্টর বেশ কিছুদিন ধরেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মূলত, দুর্বল পরিকাঠামো এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মনোভাবকে দুর্বল করে দিচ্ছে। NSE-র তথ্য থেকে দেখা যাচ্ছে যে, গত ১ বছরে নিফটি এনার্জি ইনডেক্স হ্রাস পেয়েছে। কিন্তু বাজারের মন্দা এবং বিষণ্ণতার মধ্যে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs), যারা ‘স্মার্ট মানি’ নামেও পরিচিত, তারা এমন একটি কোম্পানির ওপর আস্থা রেখেছে। যেটি খুব কমই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ওই কোম্পানিটি হল হিটাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

পতনশীল বাজারে (Share Market)’স্মার্ট মানি’-র এন্ট্রি:

বাজারে প্রায়শই বলা হয় যে, যখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করে, তখন বড় বিনিয়োগকারীরা কেনার সুযোগ খোঁজে। হিটাচি এনার্জি ইন্ডিয়ার ক্ষেত্রেও একই রকম প্রবণতা লক্ষ্য করা গেছে। ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে যখন শেয়ারের দাম কমছিল, তখন FIIs তাদের অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

Foreign investors have invested heavily in this stock in the share market.

বিদেশি বিনিয়োগকারীরা তাদের অংশীদারিত্ব ২.৪৮ শতাংশ বৃদ্ধি করেছে। যার ফলে কোম্পানিতে তাদের মোট অংশীদারিত্ব ৯.৭ শতাংশ হয়েছে। আশ্চর্যজনকভাবে, মাত্র ১ বছর আগে এই হার ছিল মাত্র ৫.১ শতাংশ। ত্রৈমাসিকের শুরুতে, যখন শেয়ারের দাম ২০,০০০ টাকা থেকে কমে প্রায় ১৮,০০০ টাকায় এসে পৌঁছয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা এটিকে একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে করে প্রচুর পরিমাণে শেয়ার কিনে নেয়।

আরও পড়ুন: মিলল রাষ্ট্রপতির অনুমোদন! মহাত্মার নামাঙ্কিত MGNREGA সরিয়ে আইনে পরিণত হল G RAM G বিল

কোম্পানির ব্যবসায়িক মডেলের বৈশিষ্ট্য: জানিয়ে রাখি যে, হিটাচি এনার্জি ইন্ডিয়ার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন নয়, বরং দক্ষতার সঙ্গে সরবরাহ এবং পরিচালনা করা। ভারতের বিদ্যুৎ সঞ্চালন এবং গ্রিড ব্যাঘাত একটি প্রধান সমস্যা। এই সমস্যাগুলি সমাধানের জন্য, এই কোম্পানিটি ডিসকমগুলিকে হাই-ভোল্টেজ টেকনোলজি এবং ডিজিটাল সলিউশন সরবরাহ করে। গ্রিড অটোমেশন এবং এনার্জি স্টোরেজের মতো ভবিষ্যতের ক্ষেত্রগুলিতে কোম্পানিটির একটি শক্তিশালী দখল রয়েছে বলে মনে করা হয়। এই কারণেই অন্যান্য বিদ্যুৎ কোম্পানিগুলির শেয়ার চাপের মুখে থাকলেও, এই কোম্পানির অনন্য ব্যবসায়িক মডেল এটিকে বিনিয়োগকারীদের পছন্দের করে তুলছে।

আরও পড়ুন: KKR-কে ফাঁদে ফেলে ফাঁসিয়েছে CSK! কীভাবে? ব্যাখ্যা করলেন রবিচন্দ্রন অশ্বিন

মুনাফায় ৪০০ শতাংশ বৃদ্ধি: সর্বশেষ ত্রৈমাসিক ফলাফল অনুসারে এই কোম্পানির নিট মুনাফা ৪০৬ শতাংশ বেড়ে ২৬৪ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, বিক্রয়ের ক্ষেত্রেও প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য যে, কোম্পানিটি কেবল দেশীয় বাজারেই নয়, বিদেশেও তার ছাপ ফেলেছে। হিটাচি এনার্জি ইন্ডিয়ার এক্সপোর্ট অর্ডার বার্ষিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার মতো প্রধান বাজার থেকেও অর্ডার পাচ্ছে। এছাড়াও, ভারতে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (BHEL)-এর সঙ্গে রাজস্থান থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত ৯৫০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন স্থাপনের একটি বড় প্রকল্প কোম্পানির অর্ডার বুককে আরও শক্তিশালী করে তুলেছে। এই প্রকল্প ভারতের রিনিউয়েবল এনার্জি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে। জানিয়ে রাখি যে, বর্তমানে BSE-তে হিটাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম ২.১১ শতাংশ বেড়ে ১৮,৫৫২ টাকায় দাঁড়িয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।