ফুটে উঠবে মা ছেলের সম্পর্কের রসায়ন, শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী মোদীর বায়োপিকের শুটিং

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আবারও পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জীবনকাহিনি। শুটিং শুরু হয়ে গেল বায়োপিক ‘মা বন্দে’র। সেই সেপ্টেম্বরেই ঘোষণা হয়েছিল ছবির। পুজো দিয়ে এদিন হয় ছবির শুভ মহরৎ। পর্দায় কে ফুটিয়ে তুলবেন প্রধানমন্ত্রীর জীবনীচিত্র?

শুরু হল নরেন্দ্র মোদীর (Narendra Modi) বায়োপিকের কাজ

গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ঘোষণা করা হয়েছিল এই বায়োপিকের। ছবির পরিচালনা করতে চলেছেন সিএইচ ক্রান্তি। আর ছবিতে মোদীর ভূমিকায় দেখা যাবে মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা উন্নিমুকুন্দনকে। যেমনটা জানা যাচ্ছে, ছবিতে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফর ফুটিয়ে তোলার পাশাপাশি মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা, তাঁর জীবনে মায়ের অবদানের বিষয়টিও উঠে আসবে।

Narendra modi biopic shooting start

মা ছিলেন জীবনের অনুপ্রেরণা: নিজের মাকেই জীবনের অনুপ্রেরণা বলে বারংবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে প্রয়াত হন তাঁর মা হীরাবেন। মাতৃশোক বুকে নিয়েই যাবতীয় কর্তব্য করেছেন তিনি। এই সবটাই ছবিতে ফুটিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : মূর্তির প্রশংসা করেছেন মেসি, সমালোচনা ফুৎকারে উড়িয়ে দাবি সুজিত বসুর

কী উঠে আসবে ছবিতে: নরেন্দ্র মোদীর এই বায়োপিকে মা এবং ছেলের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তোলা হবে। শৈশব থেকে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদীর (Narendra Modi) যে সফর তা উঠে আসবে ছবিতে। পুরোপুরি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি। তবে একটা বড় অংশ জুড়ে নরেন্দ্র মোদীর মায়ের সঙ্গে সম্পর্কের রসায়নের বিষয়টিও উঠে আসবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ‘অনেক জাগো মা হয়েছে…’, তেড়ে মারতে আসেন মেহবুব! সেদিন কী ঘটেছিল লগ্নজিতার সঙ্গে?

প্রসঙ্গত, এর আগেও বলিউডে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। সেই ছবিতে মোদীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে।