বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ভারতীয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আবহেই ফের ওই দেশে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারতের সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে হিংস্র জনতা একজন হিন্দু রিকশা চালককে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শুক্রবার খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় এই ঘটনাটি ঘটে। উত্তপ্ত জনতা ওই ব্যক্তির হাতে লাল সুতো বেঁধে থাকা দেখতে পেয়ে তাঁর ওপর চড়াও হয়। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম গোবিন্দ বিশ্বাস।
বাংলাদেশে (Bangladesh) আরও এক হিন্দু যুবকের ওপর হামলা:
জানা গিয়েছে, জনতার মধ্যে থেকে কেউ কেউ গোবিন্দর কব্জিতে একটি লাল সুতো (যা সাধারণত হিন্দুরা পরে থাকে) তা লক্ষ্য করে তাঁর ওপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের গোয়েন্দা সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর সঙ্গে তার যোগসূত্রের অভিযোগ নিয়ে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এই দাবির পর, একদল জনতা তাঁর ওপর আক্রমণ চালায়। তাঁকে মারধর করা হয় এবং তাঁর ঘাড় এবং বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Gobinda Biswas—a rickshaw puller. A red thread on his wrist was enough for extremists to brand him an “RAW agent.” He kept saying he was just a rickshaw puller, but no one listened.
The young man from Jhenaidah was brutally assaulted and left critically injured—his survival… pic.twitter.com/9qvDNgl7FA— Sahidul Hasan Khokon (@SahidulKhokonbd) December 20, 2025
পুলিশের কাছে জানান আবেদন: ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গোবিন্দ বিশ্বাসকে হেফাজতে নেওয়ার সময় তিনি বারংবার পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছেন। তাঁকে বলতে দেখা যায় যে, তিনি একজন রিকশা চালক এবং তাঁকে ছেড়ে দেওয়ার জন্যও আবেদন করেন। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় আটক করা হয়। থানার ভেতরে রেকর্ড করা একটি পৃথক ভিডিওতে, একটি অজ্ঞাত কণ্ঠস্বর দাবি করেছে যে, গোবিন্দর মোবাইল ফোনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ লেনদেন দেখা গেছে এবং তিনি ভারতের কারও কাছ থেকে একটি কল পেয়েছেন। জিজ্ঞাসাবাদের সময়, গোবিন্দ জানিয়েছেন যে, যাঁকে ঘিরে সন্দেহ করা হচ্ছে তাঁর না। আকাশ এবং তিনি তাঁকে ব্যক্তিগতভাবে চিনতেন।
আরও পড়ুন: আদানি-টাটা নয়! এই শেয়ারের জন্য বিপুল টাকা ঢালছে বিদেশি বিনিয়োগকারীরা, জানলে অবাক হবেন
বিষয়টির পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তিনি বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিলেন। ওই আধিকারিক জানান, ভারতীয় সংস্থাগুলির সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের অভিযোগ তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: মিলল রাষ্ট্রপতির অনুমোদন! মহাত্মার নামাঙ্কিত MGNREGA সরিয়ে আইনে পরিণত হল G RAM G বিল
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই ঘটনাটি ঘটল। ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এর আগে, ভারত সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দীপু চন্দ্র দাসের হত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে নয়াদিল্লি ঢাকার কাছে আবেদন জানিয়েছে।












