আর ঝঞ্ঝাট নয়, পৌষ পার্বণের আগে শান্তিনিকেতন থেকে জঙ্গলমহল এক বাসে

Published on:

Published on:

West Medinipur it will be possible to reach Santiniketan and Jangalmahal directly by a single bus
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে নানান জায়গায় ঘুরতে যায় অনেকেই। তার শীতকালে ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা হল বোলপুর। কারণ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধ ধন্য এই জায়গায় ঘোরার মতো নানান জায়গা আছে। এছাড়াও, শিক্ষার্থী ও বিভিন্ন কাজে যাওয়া মানুষজনের কাছের এক অন্যতম জায়গা। তবে এবার জঙ্গলমহলের (West Medinipur) সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের একদম সরাসরি যোগাযোগ। ঘুরপথে হাওড়া হয়ে যাওয়ার প্রয়োজনে নেই। কারণ শুরু হচ্ছে বাস পরিষেবা।

পৌষের আনন্দ দ্বিগুণ, এক বাসেই পৌঁছনো যাবে শান্তিনিকেতন–জঙ্গলমহল সরাসরি (West Medinipur)

সূত্রের খবর এই বাস বেলদা থেকে সরাসরি স্টেট বাস পরিষেবা চালু হচ্ছে। এছাড়া রবিবার থেকে শুরু এই পরিষেবা শুরু হবে। এছাড়াও বেলদা থেকে বোলপুর ভায়া ঝাড়গ্রাম হয়ে এই বাস চলাচল করবে বলে জানা গিয়েছে। আর এই নতুন রুটে বাস চলাচল করার ফলে জঙ্গল মানুষদের কাছে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে (West Medinipur)।

West Medinipur it will be possible to reach Santiniketan and Jangalmahal directly by a single bus

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর, SBI-র প্রচুর শূন্যপদে নিয়োগ, এভাবে করুন আবেদন

জানা যায়, এই বাসটি প্রতিদিন ছ’টায় বোলপুর এসবিএসটিসি ডিপোর থেকে বেলদার উদ্দেশ্যে রওনা দেবে। একইভাবে সকাল সাড়ে পাঁচটায় বেলদা বিপদ থেকে বোলপুর এর উদ্দেশ্যে ছাড়বে এই বাসটি। বাসটি যাতায়াত করবে ঝাড়গ্ৰাম, বাঁকুড়া, বাইপাস, দুর্গাপুর, রাইপুর হয়ে পৌঁছবে বোলপুরে।

এছাড়াও, বোলপুরে আয়োজিত হতে চলেছে এ বছরে পৌষ পার্বণ উৎসব। আর দূর দূরান্ত থেকে বহু পর্যটকেরা এখানে আসবেন। তাই এবার জঙ্গলমহল থেকে সরাসরি যোগাযোগ স্টেট বাস পরিষেবায়। আর মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বোলপুর।

এছাড়াও এই বিষয়ে, বোলপুরের বিশ্বভারতীতে পাঠরত সংযুক্তা গিরি বাগুলি জানান, বেলদা থেকে হাওড়া এবং তারপর বোলপুরে উদ্দেশে ট্রেন ধরে যেতে হত। একদিকে যেমন বেশ সময় লাগত অন্যদিকে যাতায়াতও বেশ কষ্টসাধ্য। বাস পরিষেবা চালু হলে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে (West Medinipur)।