ভোটার তালিকা নিয়ে ‘গ্রেট ব্লান্ডার’ অভিযোগ, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক মমতা

Published on:

Published on:

Mamata Banerjee Slams BJP EC Over Voter List Revision
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার খসড়া প্রকাশের পর শুরু হয়েছে শুনানির নোটিস পাঠানোর প্রক্রিয়া। এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথস্তরের এজেন্ট বা BLA-দের নিয়ে সভা করে বিজেপি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুললেন তিনি।

সভায় উপস্থিত কলকাতার ১১টি বিধানসভা এলাকার BLA-রা

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন কলকাতার ১১টি বিধানসভা এলাকার BLA-রা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বাছাই করা কিছু এলাকার বিএলএ-দেরও ডাকা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, যে কাজ করতে সাধারণত দু’বছর সময় লাগে, সেই কাজ দু’মাসে করার চেষ্টা হচ্ছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “তোমরা চক্রান্ত করেও কিচ্ছু করতে পারবে না।”

১০০ দিনের কাজ বন্ধ প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ করে এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “কর্মশ্রী আমাদের ছিল। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে বলছে বাংলাকে জব্দ করবে। এত সস্তা! বাংলাকে জব্দ করার আগে তোমাদের স্তব্ধ করব।” তিনি আরও বলেন, “আরও দেড় কোটি নাম বাদ দিতে হবে, এটা বিজেপির খোকাবাবুদের আবদার। নাড়ু নিয়ে ভোটে জিতব, নির্বাচন কমিশনকে কাজে লাগাব, এই পরিকল্পনা। বাংলাকে অপমান করা, বাংলার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।”

ডিলিমিটেশন ও ম্যাপিং নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা (Mamata Banerjee) বলেন, কলকাতায় আগে ১০০টি ওয়ার্ড ছিল, এখন তা বেড়ে ১৪৪টি হয়েছে। ২০০৯ সালে ডিলিমিটেশন হলেও কমিশন সেই বিষয়টি ঠিকভাবে বিবেচনা করেনি বলে অভিযোগ করেন তিনি। মমতার কথায়, ডিলিমিটেশনের ফলে এক নির্বাচনী ক্ষেত্র থেকে ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন। কিন্তু সেই বাস্তবতা না বুঝেই ম্যাপিং করা হয়েছে। তিনি এই প্রক্রিয়াকে “গ্রেট ব্লান্ডার” বলে উল্লেখ করেন।

মমতা (Mamata Banerjee) আরও বলেন, ২০০২ সালে যে ভোটার যে ঠিকানায় ছিলেন, আজ তিনি সেখানে নেই, এটাই স্বাভাবিক। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি যান, অনেকেই পদবি বদলান। কিন্তু সেই কারণেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এছাড়া বাংলা ও ইংরেজিতে নামের বানানে সামান্য ফারাক থাকলেও ভোটার বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন হকার, দোকানদার বা বস্তির মানুষ কীভাবে ইংরেজি বানানের সূক্ষ্ম পার্থক্য বুঝবেন? এই নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় নাম একরকম, ইংরেজিতে কেউ ‘এ’ লেখে, কেউ ‘ই’। শুধু এই কারণে নাম কেটে দেওয়া হচ্ছে। এর জন্য মানুষ আত্মহত্যা করছে। এর দায় কার?” মুখ্যমন্ত্রী দাবি করেন, এই প্রক্রিয়ায় ৪৬ জন মানুষের প্রাণ গিয়েছে। বিএলও-দের দোষ নেই বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর অভিযোগ, দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

Mamata Banerjee Slams BJP EC Over Voter List Revision

আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার ডিল করে খুনের ছক? শাহজাহান মামলার সাক্ষী কাণ্ডে ট্রাক চালক গ্রেপ্তার

বিএলএদের সুরক্ষা নিয়ে নির্দেশ মমতার

শেষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ডিলিমিটেশনের কারণে ঠিকানা বদল, বিয়ের পর ঠিকানা পরিবর্তন বা নামের বানানের পার্থক্যের জন্য ভোটার বাদ দেওয়ার কোনও অধিকার কমিশনের নেই। তিনি জানান, এলাকায় এলাকায় শান্তিপূর্ণ মিটিং-মিছিল চলবে। একই সঙ্গে স্পষ্ট নির্দেশ দেন, BLA-1 ও BLA-2, কাউকেই যেন কোনও ভাবে হেনস্তা বা বিরক্ত করা না হয়।