ভোটার তালিকা নিয়ে কড়া নজর, BLA-দের ৮ কড়া ‘দাওয়াই’ দিলেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee Assigns Key Duties to BLAs at Netaji Indoor Meet
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের দ্বিতীয় ধাপ শুরু হতেই তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও সক্রিয় করতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-১ এবং বিএলএ-২-দের ডেকে বিস্তারিত দায়িত্ব বেঁধে দিলেন তিনি। ভোটার যাচাই থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সব দিকেই বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Assigns Key Duties to BLAs at Netaji Indoor Meet

আরও পরুনঃ মুর্শিদাবাদেই চার হুমায়ুন কবীর! নতুন দলে প্রার্থী কারা? দেখে নিন তাঁদের পরিচয়

কী কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?জানুন…

  1. মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন স্পষ্ট জানিয়ে দেন যে, BLA-দের বাড়ি বাড়ি ঘুরে ভোটার যাচাই করতে হবে। প্রত্যেক পোলিং স্টেশনের SSD তালিকা জেলাশাসক, মহকুমা শাসক এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেই তালিকা ধরে দেখতে হবে, যাঁদের নাম বাদ পড়েছে বলে দেখানো হয়েছে, তাঁরা বাস্তবে রয়েছেন কি না।যদি কোনও বাদ পড়া ভোটারকে খুঁজে পাওয়া যায়, তাহলে তাঁর নাম ফের নথিভুক্ত করার জন্য ফর্ম ৬ এবং অ্যানেক্সচার ৪ ERO-র কাছে জমা দেওয়ার দায়িত্ব BLA-দেরই।
  2. মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, যে সব ভোটারকে বিএলও ‘আনম্যাপড’ বলে চিহ্নিত করেছেন, তাঁরা সবাই শুনানির নোটিস পেয়েছেন কি না, তা খতিয়ে দেখতে হবে BLA-দের। পাশাপাশি, এই ভোটারদের ১১টি নথির মধ্যে যেকোনও একটি সংগ্রহ করে রাখতে হবে। শুনানির দিন তাঁরা যেন অবশ্যই উপস্থিত থাকেন, সেটাও নিশ্চিত করার দায়িত্ব BLA-দের উপরেই।
  3. যাঁদের কাছে ১১টি নথির মধ্যে কোনওটিই নেই, তাঁদের জন্যও পথ দেখিয়েছেন তৃণমূল সুপ্রিমো। BLA-দের নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত স্থায়ী বাসস্থান শংসাপত্র, তফসিলি জাতি-উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্রের জন্য আবেদন করাতে সাহায্য করতে হবে। এ ছাড়া BLA 2-দের দায়িত্ব দিয়ে প্রতিটি এলাকায় ‘May I Help You’ ডেস্ক চালু করার নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)।
  4. বিএলও অ্যাপে যাঁদের নামে Logical Discrepancy বা যুক্তিযুক্ত অমিল ধরা পড়েছে, তাঁরা শুনানিতে সঠিক নথি জমা দিয়েছেন কি না, তা দেখতে হবে BLA-দের। কোনও ভোটার যেন হয়রানির শিকার না হন, সেটাও নিশ্চিত করতে বলেন মমতা (Mamata Banerjee)। প্রয়োজনে বুথে বুথে ক্যাম্প করার নির্দেশ দেন তিনি। এই ক্যাম্প তৈরির দায়িত্ব বিধায়ক এবং কাউন্সিলরদের। মমতার কড়া বার্তা, যাঁরা কাজ করবেন না, তাঁদের জায়গায় প্রয়োজনে নতুন ব্লক প্রেসিডেন্ট করা হবে।
  5. যাঁরা ফর্ম ৬ এবং ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁদের উপরেও নজর রাখতে হবে BLA-দের। আবেদনকারীরা যেন সহজে নাম নথিভুক্ত করতে পারেন, সে জন্য ‘হাসি মুখে’ সাহায্য করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
  6. ১৮ বছরের বেশি বয়সের কেউ ফর্ম ৬ জমা দিলে তাঁর তথ্য ঠিক আছে কি না, তা যাচাই করতে বলেন মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের তালিকায় বহু বাইরের নাম ঢুকেছিল।
  7. যাঁরা ফর্ম ৮ দিয়ে নাম তুলতে চাইছেন, তাঁরা কোথা থেকে এসেছেন, সেটাও নিশ্চিত করতে হবে। পরিযায়ী শ্রমিকদের প্রয়োজনে শুনানিতে আসতে বলার নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)। তিনি জানান, ভবিষ্যতের স্বার্থে তাঁদের পাশে দল থাকবে। এ ছাড়া ভোটের সময় অন্য রাজ্য থেকে এসে নাম তোলার চেষ্টা হচ্ছে কি না, সে দিকেও BLA-দের কড়া নজর রাখতে বলেন তিনি।
  8. শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) BLA-দের গোটা এসআইআর প্রক্রিয়ার উপর নজর রাখার নির্দেশ দেন। কোথাও সমস্যা হলে দলের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করার পরামর্শও দেন তৃণমূল