অস্বস্তিতে তৃণমূল! বিধানসভা ভোটের আগে খোদ মন্ত্রীর গড়ে ধাক্কা, শক্তি বাড়াচ্ছে মিম

Published on:

Published on:

West Bengal Assembly Election AIMIM Steps Up in Malda
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগেই মালদার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক ও বিরোধী দল ছেড়ে একের পর এক মানুষ মিমে যোগ দিচ্ছেন। রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এলাকাতেই এই ভাঙন শুরু হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা বেড়েছে।

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বড় ভাঙ্গন

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী কেন্দ্র মোথাবাড়িতে বড় ভাঙন ধরাল এই দল। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে কয়েকশ মানুষ মিমে যোগ দেন। রবিবার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গুদুয়া গ্রামে এই যোগদান কর্মসূচি হয়। সেখানে এলাকার বাসিন্দারা তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে মিমে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম।

এর আগেও এই বিধানসভা কেন্দ্রের অচিনতলা এলাকায় তৃণমূল ছেড়ে কয়েকশ কর্মী ও সমর্থক মিমে যোগ দিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই মোথাবাড়ি কেন্দ্র থেকেই নির্বাচিত রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আবার এই কেন্দ্রটি রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর লোকসভা এলাকার মধ্যেও পড়ে।

মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে অন্য দলগুলিকে ভোট দিয়েছেন। কিন্তু সেই দলগুলি তাঁদের জন্য তেমন কিছু করেনি। সেই কারণেই এখন মানুষ মিমের দিকে ঝুঁকছেন। তিনি জানান, মালদা জেলার আটটি বিধানসভা কেন্দ্রেই মিম প্রার্থী দেবে। সেই লক্ষ্যেই বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হচ্ছে। ব্লক, অঞ্চল ও বুথ স্তরে সভাপতিও মনোনীত করা হচ্ছে। জোট প্রসঙ্গে তিনি বলেন, হুমায়ুন কবীরের দল বা আইএসএফের সঙ্গে জোট হতে পারে। বিষয়টি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

West Bengal Assembly Election AIMIM Steps Up in Malda

আরও পড়ুনঃ ভোটার তালিকা নিয়ে কড়া নজর, BLA-দের ৮ কড়া ‘দাওয়াই’ দিলেন মমতা

তবে মিমের এই উত্থানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি দাবি করেন, মিম আসলে বিজেপির দালাল। অন্যদিকে মালদা দক্ষিণ বিজেপির মুখপাত্র অম্লান ভাদুড়ি বলেন, ভোটের রাজনীতিতে বিজেপির আর কারও প্রয়োজন নেই। সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগেই মিমের এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে মালদার রাজনীতি স্পষ্টভাবেই গরম হয়ে উঠেছে।