বাংলাহান্ট ডেস্ক : শনিবার বেশ কিছুটা সস্তা হল পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel Fuel) দাম। একদিকে যেমন উইকেন্ডে গরমের পারদ চড়ছে, অন্যদিকে, খানিকটা হলেও স্বস্তি দিয়ে কমেছে জ্বালানির দাম। আজকাল বহু মানুষেরই দু চাকা, চার চাকার গাড়ি আছে। তাই পেট্রোল, ডিজেলের দাম কমলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
লোকসভা নির্বাচনের আগে LPG সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমিয়েছিল সরকার। এই আবহে অনেকেই জানতে চাইছেন দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম কেমন। সেই বিষয়ে আজ আলোচনা করা হল এই প্রতিবেদনে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।
আরোও পড়ুন : কখন অনলাইনে দেখাবে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সময় জানাল সংসদ
তবে সেই দাম বৃদ্ধির প্রভাব এখনো পর্যন্ত ভারতের জ্বালানি ক্ষেত্রে এসে পৌঁছায়নি। প্রতিদিন সকালে তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করা হয়ে থাকে। শনিবার প্রকাশ করা তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯৪.৭২ টাকা ও ৮৭.৬২ টাকায়।
মুম্বাইতে এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৪.২১ টাকা ও ৯২.১৫ টাকা। শহর কলকাতায় আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৩.৯৪ এবং ৯০.৭৬ টাকা। চেন্নাইতে আজ প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ১০০.৭৫ টাকা ও ৯২.৩৪ টাকা। নয়ডায় আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৭২ ও ৮৭.৮৩ টাকা।
৯৪.৯০ এবং ৮৭.৭৬ টাকা লিটারে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে গুরগাঁওতে। লখনউতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৪.৬৫ এবং ৮৭.৭৬ টাকা। বারাণসীতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটার যথাক্রমে ৯৫.০৭ ও ৮৭.৭৬ টাকা। হায়দ্রাবাদে পেট্রোল ১০৭.৪১ এবং ডিজেল ৯৫.৬৫ টাকায় বিক্রি হচ্ছে।