বাংলা হান্ট ডেস্ক: বড়দিনেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রোদ ঝলমলে আবহাওয়া থাকার পূর্বাভাসে মন খারাপ করছিল শীতপ্রেমীদের। তবে হঠাৎই সেই চিত্র বদলেছে। রাজ্যজুড়ে জাঁকিয়ে বসেছে উত্তুরে হাওয়া। নিম্নমুখী তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের কাঁপুনি। আবহাওয়া দপ্তর বলছে, ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
উত্তরবঙ্গে তো ছিলই, এবার ঠান্ডায় জবুথবু দশা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩-২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির আশেপাশে। বড়দিনের আগে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে।
আপাতত আগামী দু’ দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না হলেও, ২৪ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। বড়দিনে জমিয়ে থাকবে শীতের আমেজ। তারপর থেকে আরও বাড়বে কাঁপুনি।

একদিকে তাপমাত্রা নামছে, অন্যদিকে বাড়ছে কুয়াশা। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোথাও কোথাও কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দায় কার? শতদ্রু বললেন পুলিশ, রাজ্য বলল কেন্দ্র, মেসি-কাণ্ডে তদন্ত নিয়ে রায় স্থগিত করল হাই কোর্ট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৮ ডিগ্রির মধ্যে। এছাড়া উত্তরের উপরের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে সপ্তাহান্তে।












