বাংলা হান্ট ডেস্ক: ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (ICICI Bank Credit Card) ব্যবহারকারীদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, ICICI ব্যাঙ্ক আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে ক্রেডিট কার্ডের বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনগুলি ২০২৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বিভিন্ন তারিখে কার্যকর হবে। এর ফলে অনলাইন গেমিং থেকে শুরু করে, ওয়ালেট লোড, ট্রান্সপোর্ট খরচ, রিওয়ার্ড পয়েন্ট এবং মুভি বেনিফিটসের ওপর প্রভাব পড়বে।
ICICI ক্রেডিট কার্ড (ICICI Bank Credit Card) ব্যবহারকারীদের জন্য বড় আপডেট:
অনলাইন গেমিংয়ের জন্য এখন থেকে বেশি চার্জ লাগবে: ICICI ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়েছে যে, অনলাইন গেমিং প্ল্যাটফর্মে ট্রানজাকশান আর সস্তা হবে না। Dream11 থেকে শুরু করে MPL, Junglee Games এবং Rummy-র মতো প্ল্যাটফর্মগুলিতে ক্রেডিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে ট্রানজাকশানের অ্যামাউন্টের ওপর ২ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। ব্যাঙ্কটি ইঙ্গিত দিয়েছে যে, ভবিষ্যতে অন্যান্য গেমিং ট্রানজাকশানের ক্ষেত্রেও একই রকম ফি প্রযোজ্য হতে পারে।

ডিজিটাল ওয়ালেটে টাকা জমা করাও আরও ব্যয়বহুল হয়ে উঠবে: জানিয়ে রাখি যে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে Amazon Pay, Paytm, MobiKwik, অথবা Freecharge-এর মতো থার্ড-পার্টি ওয়ালেটে টাকা জমা করেন, সেক্ষেত্রে আপনাকে আরও সতর্ক থাকতে হবে। ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, ৫,০০০ টাকা বা তার বেশি লোড করলে ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। এর অর্থ হল, বারবার ওয়ালেটে প্রচুর পরিমাণে টপ-আপ করা এখন ব্যয়বহুল হতে পারে।
ট্রান্সপোর্ট খরচের বোঝাও বাড়বে: ICICI ব্যাঙ্ক কিছু ট্রান্সপোর্টেশন মার্চেন্ট ক্যাটাগরির অধীনে ব্যয়ের ওপর নতুন চার্জ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্যাটাগরিগুলিতে যদি কোনও লেনদেন ৫০,০০০-এর বেশি হয়, সেক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত ১ শতাংশ ফি দিতে হবে। এই নিয়মটি মূলত বেশি সফর করেন এমন গ্রাহকদের প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন: T20 World Cup থেকে FIFA বিশ্বকাপ! ২০২৬ যেন সুপার স্পোর্টস ইয়ার, সম্পন্ন হবে ১০ টি মেগা ইভেন্ট
অ্যাড-অন কার্ড এবং বৈদেশিক মুদ্রার জন্য নতুন নিয়ম: ICICI ব্যাঙ্ক অ্যাড-অন কার্ডের ওপর এককালীন ফি আরোপের সিদ্ধান্তও নিয়েছে। বিভিন্ন কার্ডের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থপ্রদানের জন্য ডায়নামিক কারেন্সি কনভার্সন ফিও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ইন্টারন্যাশনাল শপিং এবং ট্রাভেল আগের তুলনায় আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
সিনেমা প্রেমীদের জন্য ঝটকা: জানিয়ে রাখি যে, BookMyShow-র মাধ্যমে প্রদত্ত ফ্রি মুভি বেনিফিট ব্যবহারকারীদের ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। কিছু কার্ডে এই সুবিধাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। আবার কিছু কার্ডে ত্রৈমাসিক খরচের প্রয়োজনীয়তা পূরণের পরেই এই সুবিধা দেওয়া হবে। এর অর্থ হল বিনামূল্যে টিকিট পেতে আপনাকে আরও বেশি খরচ করতে হতে পারে।
রিওয়ার্ড পয়েন্টও পরিবর্তিত হয়েছে: ২০২৬ থেকে, ICICI ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট অর্জনের ওপর সীমা নির্ধারণ করবে। কিছু কার্ডে ট্রান্সপোর্ট এবং ইনস্যুরেন্স খরচের ওপর সীমিত পরিমাণে পয়েন্ট মিলবে। কিছু প্রিমিয়াম কার্ড পুরনো আর্ন রেট জারি রাখলেও, শর্তাবলির সঙ্গে উপলব্ধ হয়। এর অর্থ হল, প্রতিটি খরচ আগের মতো লাভজনক হবে না।












